নদীয়া সেরা কল্যাণীর লুমিনাস দুর্গোৎসব

0
269

ফারুক আহমেদ, কল‍্যাণী:

নদীয়া জেলার মধ্যে কল্যাণীর আই টি আই মোড় সার্বজনীন দুর্গোৎসব এবারও সেরার সেরা। লুমিনাস্ ক্লাব ও ব্যবসায়ী সমিতি পরিচালনায় আই টি আই মোড় নদীয়া জেলার কল্যাণীর “সার্বজনীন দূর্গোৎসব কমিটি ২০১৭” ছিনিয়ে  নিল    নদীয়া জেলার সেরা পুরস্কার ।  এ বি পি আনন্দ ও  ই টি ভি-র  সেরা পুরস্কারও তাদের।

এ বি পি আনন্দ সেরা পুরুষ্কার।

এই দুর্গোৎসব এবছর রজত জয়ন্তী বর্ষে পড়ল।ফিতে কেটে এই দুর্গোৎসবের শুভ সূচনা করেন মাননীয় সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার নায়ক দেব (দীপক অধিকারী) ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় মডেল ও নায়িকা রুক্মিণী মৈত্র। নদীয়া জেলার সেরা পূজা মণ্ডপ গুলোর মধ্যে এটি অন্যতম ও বড় পূজামণ্ডপ হিসেবে ইতিমধ্যে মানুষের মনে দাগ কেটেছে। এই পূজামণ্ডপটি সাজিয়ে তুলতে বিগত তিন মাস ধরে বহু মানুষ কাজ করেছেন।

ই টিভি বাংলা সেরা।

এবছর লুমিনাস্ ক্লাব ও ব্যবসায়ী সমিতি পরিচালনায় আই টি আই মোড় কল্যাণীর “সার্বজনীন দুর্গোৎসব কমিটি ২০১৭” রজত জয়ন্তী বর্ষে তথা ২৫ তম বর্ষে এসে বিশেষ ভাবে জোর দিয়েছিল Save Drive Save Life এই প্রচার অভিযানে।

যাঁরা পাশে ছিলেন সর্বদা।

প্রতিবছরের মতো এবছরও প্রতিমা দর্শনে আগত হাজার হাজার মানুষ মুগ্ধ ও বিমুগ্ধ হয়েছেন এই মহা আয়োজন দেখে।

সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকদের ধারণা সত্যি হল এবারও ভিড়ের ঢল নেমেছিল প্রতিবছরের মতো।
এই সার্বজনীন দুর্গোৎসব এর প্রধান কর্মকতা তথা কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী অরূপ মুখোপাধ্যায় এই শারদোৎসবে সকল ধর্মের ও সকল বর্ণের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন- সব ধর্মের সব বর্ণের মানুষের বিভিন্ন উৎসবের দিনগুলো সকলের খুব খুব ভাল কাটুক।সম্প্রীতি-সৌহার্দ্য ও সর্ব ধর্মের মানুষের মধ্যে মিলনের বার্তা ছড়িয়ে দিতে এবং বাংলার ও দেশের মানুষের কল্যাণে এই দুর্গোৎসবের আয়োজন করেন।

প্রসংগত উল্লেখ্য, মহীশূরের রাধা কৃষ্ণের প্রস্তাবিত মন্দিরের আদলে তৈরি মুক্ত খচিত প্রায় ৭০ ফুট উচ্চতার প্যান্ডেল ও প্রতিমা সকলকে মুগ্ধ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here