নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা সংক্রমণের হার বেড়ে চলায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে খগেন বাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অদূরদর্শিতা এবং তথ্য গোপনের জন্যই উত্তরবঙ্গের মধ্যে করোনা সংক্রমণে মালদহ জেলা বর্তমানে প্রথম স্থানে রয়েছে। আগামী দিনে দেশের মধ্যে হয়ত প্রথম স্থান দখল করতে পারে পশ্চিমবঙ্গ।’

খগেনবাবুর অভিযোগ, ‘করোনা নিয়ে প্রথম থেকেই তথ্য গোপন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিয়েও তথ্য গোপন করেছেন তিনি। করোনা থেকে বাঁচার জন্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত সাবধানতা অবলম্বন করার কথা বারবার বলে আসছেন যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকা-এখানে সেগুলো কিছুই মানা হচ্ছে না।’
আরও পড়ুনঃ ‘দিদিমণির পাঠশালায় যাচ্ছি’, সর্বদলীয় বৈঠক নিয়ে দিলীপ উবাচ
তার অভিযোগ, ‘পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা নিয়েও বারবার টালবাহানা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য যখন ট্রেন দিচ্ছেন, তখন সেই ট্রেনকে তিনি বলছেন করোনা এক্সপ্রেস। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই বৈঠকে যাননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584