নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মহামারী ভাইরাসের মোকাবিলায় লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বহু মানুষ, তারই পাশাপাশি এ রাজ্যের বহু শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন। লকডাউন পরিস্থিতিতে সেইসব পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকারের সহযোগিতায় ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু বর্তমানে তারা কর্মহারা অবস্থায়। এই পরিস্থিতিতে চিন্তিত রয়েছেন তারা।
বুধবার সেইসব মানুষের কথা ভেবে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেইসব পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হল। জানা গিয়েছে এই দিন ১০০০ হাজার পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেয়া হয় খাদ্য সামগ্রী।
আরও পড়ুনঃ নিজেদের আর্থিক সঙ্গতিতেই ত্রাণ সামগ্রী দান
এতে খুশি হয়েছে পরিযায়ী শ্রমিকরা। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584