বিচারক আক্রান্ত হলে ৮০ শতাংশ অগ্রিমঃ কলকাতা হাইকোর্ট

0
66

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা পরিস্থিতিতে রাজ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলির বিচারপ্রক্রিয়া যাতে ব্যহত না হয়, তার জন্য ক্রমাগত ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সক্রিয় ছিলেন বিচারকরা।

আবার অনেকে স্বাস্থ্যবিধি মেনে আদালতেও এসেছেন। সম্প্রতি আলিপুর আদালতে ২ বিচারক করোনা সংক্রামিত হয়েছিলেন। রাজ্যের বিচার ব্যবস্থায় বিচারকদের করোনা চিকিৎসায় আরও পাশে থাকার বার্তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ এদিন জানান, এবার থেকে করোনা আক্রান্ত হলে চিকিৎসার ৮০ শতাংশ টাকা অগ্রিম পাবেন বিচারকরা।

kolkata court | newsfront.co
ফাইল চিত্র

প্রধান বিচারপতির নির্দেশেই বিচারকদের করোনা চিকিৎসা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছেন কলকাতা হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। নির্দেশিকায় বলা হয়েছে, বিচারকরা করোনা আক্রান্ত হলে পাওয়া যাবে এককালীন চিকিৎসার ৮০ শতাংশ অগ্রিম টাকা।

জেলার ক্ষেত্রে জেলা বিচারক এবং নগর দায়রা ও নগর দেওয়ানি আদালতের ক্ষেত্রে মুখ্য বিচারকদের কাছে টেলিফোনে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দিতে হবে। রাজ্যের বিচারবিভাগীয় সচিবের অনুমতি নিয়ে বাকি কাজ জেলা বিচারক বা মুখ্য বিচারকের অফিস করে নেবে। এভাবে করোনা আক্রান্ত বিচারকদের ক্ষেত্রে পাশে থাকবে হাইকোর্ট।

আরও পড়ুনঃ টেস্ট, চিকিৎসায় লাগামছাড়া বিল, সর্তক করল নবান্ন

প্রসঙ্গত, এতদিন চিকিৎসার খরচের অগ্রিম নিতে হলে রাজ্যের বিচারবিভাগীয় সচিবের কাছে আবেদন করতে হত। আবেদন মঞ্জুর হলে তা ফিরে আসতে সংশ্লিষ্ট জেলা জজ’দের কাছে। জেলা জজরা সেই আবেদন মঞ্জুর করে দিলে তা পাঠানো হতো পে অ্যান্ড অ্যাকাউন্টসে।

সেখান থেকে মিলত টাকা। সমস্ত প্রক্রিয়াটি ছিল যথেষ্ট জটিল। পরিস্থিতির স্বার্থে গোটা প্রক্রিয়াকে সরলীকরণ করা হল। রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে করোনা চিকিৎসা কিছু ক্ষেত্রে বেশি হওয়ায় অগ্রিম টাকা না পেলে সে ক্ষেত্রে বিচারকদের সমস্যা বাড়তে পারে বলে এই সিদ্ধান্তে অনুমোদন দিল হাইকোর্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here