পাট্টা ও দলিল পেয়ে খুশির হাওয়া উদ্বাস্তু কলোনীতে

0
48

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

উদ্বাস্তু কলোনী জনজীবনে উন্নয়নের ছোঁয়া আনতে উদ্যোগী হলো দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন।আজ বালুরঘাট শহরের টাউন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতর ও উদ্বাস্তু পুনর্বাসন দফতরের যৌথ উদ্যোগে বালুরঘাট শহর, কুমারগঞ্জ ও হিলির চারটি উদ্বাস্তু কলোনীর প্রায় ৮১ জন উদ্বাস্তু পরিবারের হাতে তাদের জমির পাট্টা সহ দলিল তুলে দেন জেলাশাসক নিখিল নির্মল সহ অনান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা।

বাস্তুভিটার দলিল ও কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে।নিজস্ব চিত্র

দীর্ঘ কয়েক দশক ধরে তারা ওপার বাংলা থেকে ছিন্ন মুল হয়ে এসে বসবাস শুরু করে বালুরঘাট শহরের সুকান্ত কলোনী,হিলির চকসুবিদ হরমন কলোনী,কুমারগঞ্জের বালুপাড়া জি এস কলোনী এবং বালুরঘাট শহরের ছিন্নমস্তা কলোনীতে।

এই কোলোনীগুলিতে বসবাসকারী ৮১ টি পরিবারের হাতে বাস যোগ্যের দলিল ও অন্যান্য কাগজপত্র তুলে দিয়ে তাদের সরকারি ভাবে বসবাসের বৈধ্য বলে স্বীকৃতি জানাল প্রশাসন।

আরও পড়ুনঃ সমবায় সমিতির পরিষেবায় খুশি এলাকাবাসী

সেরকম এক বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনীর উদ্বাস্তু পরিবারের সদস্যা রানী বর্মন সহ অনান্য দলিল প্রাপকরা জানান তারা আজ তাদের বাড়ির সরকারি দলিল পেয়ে খুশি।

অন্যদিকে জেলা ভুমি ও ভুমি রাজস্ব দফতরের আধিকারিক প্রনব ঘোষ জানান উদ্বাস্তু এলাকার বসবাসকারীদের আইনি বৈধতা দিতেই আজ তাদের হাতে সরকারি কাগজ তুলে দেওয়া হলো।

পাশাপাশি ওই সব এলাকায় পরবর্তিতে তারা নানান উন্নয়ন মুলক কর্মসুচি ও রুপায়ন করবেন বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here