কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাব বনাম সাগরপাড়া থানা মুর্শিদাবাদ, ফুটবল প্রতিযোগিতা

0
49

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

সাগরপাড়া YSA ক্লাবের পরিচালনায় আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উপলক্ষে ফুটবল প্রেমী দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক দর্শক টিকিট কেটে সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করে। ফাইনাল খেলা উপলক্ষে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

নিজস্ব চিত্র

ফাইনাল খেলায়  কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল। আট থেকে আশি সকলেই মাঠে উপস্থিত ছিলেন। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ১-১ । শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে দিয়ে সাগরপাড়া থানা ২-১ ব্যবধানে কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবকে পরাজিত করে।এদিন দুই দলের ফুটবলারদের উত্তরীয় পরিয়ে বরণ করে এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে ফুটবল খেলা শুরু হয়।  বুধবার বিকেলে সীমান্তবর্তী সাগরপাড়া উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাব বনাম সাগরপাড়া থানা মুর্শিদাবাদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here