নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলের দ্বিতীয় ম্যাচেই বিতর্ক। বিতর্ক দেখা দিয়েছে কিংস ইলেভেনের শর্ট রান নিয়ে৷ ম্যাচের শেষ দিকে কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং করার সময় ১৯তম ওভারে কাগিসো রাবাদার তৃতীয় ডেলিভারিতে দু’রান নেন ময়াঙ্ক আগরওয়াল৷ কিন্তু আম্পায়ারের নীতিন মেনন একটি রান দেন।
কারণ তিনি জানান নন- স্ট্রাইকার প্রান্তে ক্রিস জডর্ন নেওয়ার সময় তাঁর ব্যাট ক্রিজ স্পর্শ করেনি৷ যদিও সুপার ওভারের ঠিক টিভি রিপ্লেতে দেখা যায় জর্ডনের ব্যাট ক্রিজের ভেতর।
টেকনোলজির সাহায্য নেওয়া হলেও কেন নেওয়া হয় নি সেটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ এই এক রানের জন্য ম্যাচ হারতে হয় পাঞ্জাবকে৷ এই নিয়ে ম্যাচ-রেফারির কাছে আবেদন করা কিংস ইলেভেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ৷
আরও পড়ুনঃ আইপিএলে অনিশ্চিত অশ্বিন
দলের সিইও সতীশ মেনন জানান, ‘আমরা ম্যাচ-রেফারির কাছে আবেদন করছি. মানুষ মাত্র ভুল হতে পারে কিন্তু এই ভুল মেনে নেওয়া যায় না আমাদের হারতে হল৷ এই সিদ্ধান্ত আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সঙ্গে কথা না বলে কী করে নিল৷’ যদিও এই আবেদনে খুব একটা কাজ হবে বলে মনে করছে না ক্রিকেট মহল৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584