আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঠিকা শ্রমিকের মৃত্যু

0
64

নিজস্ব সংবাদদাতা, কালনা ,১৯ শে মার্চ: মন্তেশ্বরের কুলে গ্রামের পর এবার নাদনঘাট থানার সমুদ্রগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের | দুটি ক্ষেত্রেই ঠিকাদারদের গাফিলতির অভিযোগ | বিদ্যুৎ দপ্তরের নিয়ম অনুযায়ী কোন ঠিকা শ্রমিককে বিদ্যুৎ লাইনে কাজে পাঠাতে হলে সাথে সুপার ভাইজারকে পাঠানো বাধ্যতামূলক | কারন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার একমাত্র সুপার ভাইজারদেরই আছে | তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত কোন বিদ্যুৎ শ্রমিক লাইনে হাত দিতে পারবেন না | কিন্তু অধিক মুনাফার ঝোঁকে অধিকাংশ ঠিকাদারই এই নিয়ম মানছেন না | শুধু ঠিকা শ্রমিক পাঠিয়ে কাজ তোলার চেষ্টা চালাচ্ছেন | আর তার পরিণতিতে একটার পর একটা মৃত্যু হচ্ছে শ্রমিকদের |এমনটাই মনে করছেন অভিজ্ঞরা। মহামায়া নামের একটি ঠিকাদার সংস্থা রবিবার বিকালে দুজন ঠিকা শ্রমিককে নাদনঘাট থানার সমুদ্রগর এলাকায় পাঠায় এক শিক্ষকের বাড়ির পুরাতন বিদ্যুৎ সংযোগের তার বদল করতে | ওই শিক্ষকের বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় উত্তম সরকার (২৮) নামের এক ঠিকা শ্রমিকের | প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী তারা ৪৪০ লাইনে কাজ করার সময় উপর দিয়ে যাওয়া এগারো হাজার লাইনের সংস্পর্শে চলে আসার কারণেই এই দুর্ঘটনা |পরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ সোমবার কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করে নিকট আত্মীয়দের হাতে তুলে দেয় | তারা মৃতদেহ বাড়িতে না গিয়ে ওই ঠিকাদার সংস্থার মালিকের বাড়িতে নিয়ে যান | সেখানে মৃতদেহ নামিয়ে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাচ্ছেন বলে খবর পাওয়া গেছে | এই অন্যায়ের উপযুক্ত ক্ষতিপূরণ না মেটা পর্যন্ত তারা বিক্ষোভ জারি রাখবেন বলে জানা গেছে | মৃত শ্রমিক ও মালিকের বাড়ি নাদনঘাট থানার রায়পুর গ্রামে | একই রকম ভাবে গত ২৬ শে জানুয়ারি মন্তেশ্বরের কুলে গ্রামে মৃত্যু হয়েছিল আর এক ঠিকা শ্রমিকের । মৃত জয়দেব ঘোষের বাড়ি মেমারী থানার মনোহরডাঙ্গা গ্রামে ।।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here