শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ
“পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী” -এর লালগোলা শাখার উদ্যোগে ১৮ ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার একটি আলোচনা সভার আয়োজন করা হয় লালগোলা জেল ময়দানে। চলতি বছরের ৩রা মার্চ মুর্শিদাবাদ জেলার প্রায় ৬ হাজার অসহায় প্রতিবন্ধী বিভিন্ন দাবীতে মুর্শিদাবাদ জেলা শাসকের নিকট স্মারকলিপি জমা দেন।
তাঁদের দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবী হল:
১) গৃহহীন অসহায় প্রতিবন্ধীদের ২ বছর পূর্বে ডি.এম অফিসে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে তদন্ত করে আবাস যোজনার টাকা বরাদ্দ করতে হবে।
২) প্রতিবন্ধীদের ট্রেন, বাসে যাতায়াতের ভাড়া মুকুব করতে হবে।
৩) কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আরপিডি অ্যাক্ট ২০১৬ সমস্ত দপ্তরে মান্যতা দিতে হবে। এছাড়াও তাদের যে মাসিক প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় সেটা সঠিকভাবে প্রত্যেক মাসে পাওয়ার যথাযথ ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের অনাস্থা, অপসারণ করা হল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে
কিন্তু উপরোক্ত দাবীর সঠিক কোন আশানুরূপ ফল না মেলায় তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৩ শে সেপ্টেম্বর বেলা ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত জেলার সমস্ত ব্লকের সদর রাস্তায় বসে প্রতিবাদ জানাবেন। তাই সামনের কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য তাদের আজকের আলোচনা সভার আয়োজন। তারা এই আলোচনা সভা থেকে প্রতিটি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন যেন সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584