নিজস্ব সংবাদদাতা, জঙ্গীপুর,মুর্শিদাবাদ:
আর একদিন বাদেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন। দেশের রাজনীতি যখন এই নিয়ে উত্তাল, তখন চুপিসারে চলছে প্রণব মুখার্জির মুর্শিদাবাদ বিশেষ করে জঙ্গীপুর সফর। এখান থেকেই তিনি শেষ বারের মত এম.পি. হয়েছিলেন। তাই তাঁর এই সফর তাঁর কাছে অত্যন্ত আবেগের।

গতকাল আষাঢ়ের ঝির ঝির করে ঝরা বৃষ্টিজলে তিনি উদ্বোধন করেন তাঁর বাবার নামে চলা কামদাকিঙ্কর মুখার্জি স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। জমে উঠৈছিল ফুটবল। শেষবারের মতো এসে গ্রামীণ ফুটবলের উদ্বোধন করে গেলেন।
সাগরদিঘির কানিদিঘী সাত্যভারতি স্কুলের উদ্বোধনও করেন এদিন।এই স্কুলকে যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় মহামান্য রাষ্ট্রপতি ব্যক্ত করেছেন তা বাস্তবায়িত হলে সমাজের অনগ্রসর সম্প্রদায়ের ছেলে-মেয়েদের প্রভূত উন্নতি হবে।

ফটো সৌজন্যে: ফেসবুক।
আজ জঙ্গীপুর ভবনে উদ্বোধন করেন ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র অন্তর্গত২.৫ কোটিতম L.P.G.গ্যাস কানেকশন বিতরণ।

ফটো: ফেসবুক।
এরপর তিনি রওনা দেন নবগ্ৰাম মিলিটারি স্টেশনে।সেখানে প্রাক্তন মিলিটারি র্যালিকে সম্বোধন করেন ও বীর নারীদের সংবর্ধনা দেন।

ফটো: ফেসবুক।
তিনি হয়তো আর রাষ্ট্রপতি হিসাবে আর জঙ্গীপুর আসবেন না।তবুও জঙ্গীপুর তথা মুর্শিদাবাদের সঙ্গে জড়িত স্মৃতি তাঁকে বারবার টেনে আনবে বলেই ধারণা বিশিষ্ট মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584