মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ
করোনা জেরে নাজেহাল ব্রিটেনবাসী। করোনা সংক্রামিতের সংখ্যা অনেক বেশি। তারউপর দোসর হয়েছে ডেল্টা। তবে পরিস্থিতি মোকাবিলায় আর লকডাউন নয়। বরং বিধিনিষেধ তুলে এবার ব্রিটেনবাসীদের করোনার সঙ্গে বসবার করতে শেখার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনা পরিস্থিতি ব্রিটেনে জারি হয়েছে লকডাউন। কিছু বিধিনিষেধও জারি রয়েছে। যদিও ২১ জুনই সেই বিধিনিষেধ প্রত্যাহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন বরিস জনসন। কিন্তু, ডেল্টা-র দাপটে এক মাস পিছিয়ে গেছে আনলকের পরিকল্পনা। শোনা যাচ্ছে, ১৯ জুলাই যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহার করবেন বলে স্থানীয় সময় অনুসারে সোমবার তিনি ঘোষণা করবেন। তারই আগে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনবাসীদের উদ্দেশ্যে বললেন, “এবার থেকে করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখুন”।
তিনি আরও বলেন, “কীভাবে সাধারণ মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা হবে”। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেও সংক্রমণের সূচক উর্ধ্বমুখী হলেও টিকাকরণের জেরে এখন হাসপাতালে ভর্তি হওয়া ও মৃতের সংখ্যা অনেকটাই কমে গেছে। সেই কারণেই খুব শীঘ্রই আনলক করতে চাইছে প্রশাসন।
আরও পড়ুনঃ অবসর নিচ্ছেন আমাজন কর্তা জেফ বেজোস, সম্পদের পরিমান ১৯৭ বিলিয়ন মার্কিন ডলার
ব্রিটেনে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। যার কারণে সেখানে লকডাউন জারি রয়েছে। ফলে অর্থনীতিতে যে বিপুল ক্ষতি হচ্ছে। সেই কারণে আর মেয়াদ বাড়াতে চাইছেন না ব্রিটিশ প্রশাসন। এ দিন প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি মাসে কীভাবে আনলক প্রক্রিয়া শুরু করা যায়, সেই বিষয়েই সাংবাদিক সম্মেলন করবেন।
আরও পড়ুনঃ সাম্প্রদায়িক ঐক্য ছাড়া কখনই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: আরএসএস প্রধান
গত ডিসেম্বর থেকেই ব্রিটেনে করোনা টিকাকরণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে দেশের প্রায় ৬৪ শতাংশ প্রাপ্তবয়স্কই করোনা টিকার দুটি ডোজ পেয়েছেন। শুধু তাই নয়, করোনার নতুন ভ্যারিয়েন্টগুলিকে রোখার জন্য বুস্টার ভ্যাকসিনও প্রস্তুত করা হচ্ছে ব্রিটেনে। ২০২১ এর সেপ্টেম্বরের মধ্যেই সাধারণ মানুষ ওই ভ্যাকসিন পেয়ে যাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584