স্ত্রীকে খুনের অপরাধে যাবজ্জীবনের সাজা স্বামী ও তার প্রেমিকার

0
77

শ্যামল রায়,কালনাঃ

গৃহবধূকে খুন করে অবশেষে আদালতের বিচারে খুনের শাস্তি যাবজ্জীবন সাজা পেলেন গৃহবধূর স্বামী ও তার সঙ্গিনী।

life imprisonment of husband and his lover
অভিযুক্ত স্বামী। নিজস্ব চিত্র

৫ বছর আগে মন্তেশ্বরের মিরপুরে রেকসুনা বিবি(৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির সামনের পুকুরে ফেলে দিয়েছিল গৃহবধূর স্বামী হাসমত মোল্লা ও তার সঙ্গিনী প্রেমিকা পুতুল ধারা।

life imprisonment of husband and his lover 2
অভিযুক্ত পুতুল ধারা। নিজস্ব চিত্র

এই মামলায় দীর্ঘদিন বিচার চলার পর গত শুক্রবারই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে কালনা মহকুমা আদালত।

এই মামলার সরকারি আইনজীবী জয়দেব পাল জানিয়েছে, গত ২০১৪ সালের ২ নভেম্বর গভীর রাতে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন গৃহবধূ রেকসুনা বিবি।বাপের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি তাঁর।তারপরের দিনই শ্বশুর বাড়ির সামনের পুকুর থেকে ওই গৃহবধূর মৃত দেহ উদ্ধার হয়।ময়না তদন্তের পর পুলিশ তদন্ত করতে নামলে জানতে পারে,ওই ঘটনায় শ্বাসরোধ করে খুন করা হয়েছিল ওই গৃহবধুকে।পুলিশের হাতে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।ওই গৃহবধূর স্বামী ও তাঁর মহিলা সঙ্গিনী নিজেদের নতুন সংসার গোছানোর জন্যই ‘পথের কাঁটা’ সরাতে রেকসুনা বিবিকে খুন করেছিল।জানাগেছে,ওই ঘটনার প্রায় ১৮ বছর আগে রেকসুনা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল হাসমতের।তাঁদের তিন জন সন্তানও ছিল।এরপর গৃহবধূর স্বামী বর্ধমানের মালির বাগান পাড়ার বাসিন্দা পুতুল ধারার সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়ে।পরে পুতুলকে নিয়েই সংসার বাধে।পুতুল তাঁদের মিরপুরের বাড়িতেও আসা যাওয়া শুরু করেছিল ।যা নিয়ে রেকসুনার আপত্তিতে পারিবারিক সম্পর্কে নানা রকম সমস্যা দেখা দিতে থাকে। তারপরেই মিরপুরে এসে হাসমতকে নিয়ে এই হত্যাকান্ড ঘটান তাঁরা।এই ঘটনায় বধূ নির্জাতনের মামলায় হাসমতের মা হাদিচা বিবিকেও ৩ বছরের সাজা শোনায় আদালত ।

আরও পড়ুনঃ সাংবাদিক হত্যা মামলায় রাম রহিমের যাবজ্জীবন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here