নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
‘লজ্জাজনক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘নাটক’, ‘অযোগ্য’ ‘জুমলাজীবি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ সহ একগুচ্ছ শব্দ আর ব্যবহার করা যাবে না সংসদের দুই কক্ষেই। ‘অসংসদীয়’ শব্দের নতুন এক তালিকা প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আগামী ১৮ জুলাই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন তার আগেই প্রকাশিত অসংসদীয় শব্দ তালিকা ঘিরে অসন্তোষ বিরোধী শিবিরে।
‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’, ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’ , ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ ‘Bloodshed’, ‘Chelas’, ‘Chamcha’, ‘Chamchagiri’, ‘Crocodile Tears’ ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি শব্দ এখন থেকে অসাংবিধানিক।
You mean I can’t stand up in Lok Sabha & talk of how Indians have been betrayed by an incompetent government who should be ashamed of their hypocrisy? https://t.co/LYznOtsHFe
— Mahua Moitra (@MahuaMoitra) July 13, 2022
এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট করে লিখেছেন, “ তার মানে লোক সভায় দাঁড়িয়ে বলতে পারবো না যে, কিভাবে এক অযোগ্য সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যাদের এই ভন্ডামির জন্য লজ্জিত হওয়া উচিত।“
All words used by the Opposition to describe the reality of Modi Sarkar now to be considered ‘unparliamentary’. What next Vishguru? pic.twitter.com/lx7MqIVutw
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 14, 2022
এই বিষয়ে তোপ দেগেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনিও টুইটে লিখেছেন, “ বিরোধীরা যেসমস্ত শব্দ ব্যবহার তার সবকটিই কেড়ে নেওয়া হল। এরপরে কি বিশ্বগুরু?”
Session begins in a few days
GAG ORDER ISSUED ON MPs.
Now, we will not be allowed to use these basic words while delivering a speech in #Parliament : Ashamed. Abused. Betrayed. Corrupt. Hypocrisy. Incompetent
I will use all these words. Suspend me. Fighting for democracy https://t.co/ucBD0MIG16
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 14, 2022
তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন টুইট করে। তিনি লিখেছেন, এই শব্দগুলি তিনি সংসদে বলবেন, তাতে তাঁকে সাস্পেন্ড করা হলে হোক। কিন্তু লড়াই চালাবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584