সংসদে আর বলা যাবেনা দুর্নীতিগ্রস্ত , জুমলাজীবী বা নির্যাতন—অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ

0
95

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

‘লজ্জাজনক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘নাটক’, ‘অযোগ্য’ ‘জুমলাজীবি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ সহ একগুচ্ছ শব্দ আর ব্যবহার করা যাবে না সংসদের দুই কক্ষেই। ‘অসংসদীয়’ শব্দের নতুন এক তালিকা প্রকাশ করেছে সংসদ সচিবালয়। আগামী ১৮ জুলাই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন তার আগেই প্রকাশিত অসংসদীয় শব্দ তালিকা ঘিরে অসন্তোষ বিরোধী শিবিরে।

ভারতীয় সংসদ ভবন

‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’ ‘ভণ্ডামি’, ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’ , ‘তানাশাহি’, ‘দাঙ্গা’, ‘দালাল’, ‘দাদাগিরি’, ‘খুন সে ক্ষেতি’, ‘দোহরা চরিত্র’, ‘জুমলাবাজি’, ‘কোভিড স্প্রেডার’, ‘স্নুপগেট’ ‘Bloodshed’, ‘Chelas’, ‘Chamcha’, ‘Chamchagiri’, ‘Crocodile Tears’ ‘গদ্দার’, ‘গিরগিট’, ‘কালা দিন’, ‘কালা বাজারি’, ‘নিকম্মা’, ‘নৌটঙ্কি’, ‘ঢিণ্ডোরা পিটনা’, ‘বেহরি সরকার’ প্রভৃতি শব্দ এখন থেকে অসাংবিধানিক।

এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র টুইট করে লিখেছেন, “ তার মানে লোক সভায় দাঁড়িয়ে বলতে পারবো না যে, কিভাবে এক অযোগ্য সরকার দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যাদের এই ভন্ডামির জন্য লজ্জিত হওয়া উচিত।“

এই বিষয়ে তোপ দেগেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনিও টুইটে লিখেছেন, “ বিরোধীরা যেসমস্ত শব্দ ব্যবহার তার সবকটিই কেড়ে নেওয়া হল। এরপরে কি বিশ্বগুরু?”

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন টুইট করে। তিনি লিখেছেন, এই শব্দগুলি তিনি সংসদে বলবেন, তাতে তাঁকে সাস্পেন্ড করা হলে হোক। কিন্তু লড়াই চালাবেন তিনি।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here