সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর সুভাষপল্লীর পাঞ্জাবী পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি পড়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ালো।
এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় ৩ বছরের অন্বেষা লেট, ৪ বছরের মিমি লেট, ৪ বছরের প্রীতম দাস, ৪ বছরের অংশু লেট, ৯ বছরের রুপম দাস এবং ১০ বছরের নন্দিনী বাউরীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ বন্ধ রান্না,অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ফিরছে অভুক্ত মা-শিশু
এলাকাবাসীরা বলেন,অন্যান্য দিনের মতই এই কেন্দ্র থেকে শিশুদের খাবার দেওয়া হয়। এদিন দেওয়া হয় ভাত,আলুর তরকারী এবং ডিম।অনেক শিশুই তা খায়। এরই মাঝে খাবারে মরা টিকটিকি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে শিশুরা।শিশুর পরিবারের লোকজন আতঙ্কে পড়ে যায় কেননা টিকটিকি খাবারে পড়লে তা মারাত্মক বিষ হয়ে যায়।কেন শিশুদের রান্নার সময় আরো যত্ন নেওয়া হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584