তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আজীমগঞ্জ রামপুরহাট ভায়া সাগরদীঘি ব্রাঞ্চ লাইনে করোনা কালে বন্ধ ছিল লোকাল ট্রেন চলাচল। কেবলমাত্র দুটি এক্সপ্রেস গাড়ী চলছিল। বর্তমানে ১ লা নভেম্বর থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চললেও সমস্যায় সাধারন যাত্রী।
আজীমগঞ্জ- রামপুরহাট ব্রাঞ্চ লাইনে করোনা কালের আগে যে লোকাল ট্রেন চলত সেই ট্রেনগুলির ভাড়া বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ লোকাল ট্রেনগুলিকে বর্তমানে মেল ট্রেন করা হয়েছে অর্থাৎ ভাড়া বৃদ্ধি পেয়েছে। এক্সপ্রেস গাড়ীর সমতুল্য ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এই লাইনে বর্তমানে আপ এবং ডাউনে একটি করে দুটি ডেমু, এমু গাড়ী চলছে যার ন্যুনতম ভাড়া ১০ টাকা। কিন্তু যে লোকাল ট্রেনগুলি আগে চলত সেগুলি বর্তমানে মেল ট্রেন অর্থাৎ এক্সপ্রেসের ভাড়া আদায় করছে সাধারন যাত্রীদের কাছ থেকে।
আরও পড়ুনঃ জনসচেতনতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ইতিহাসের বুকে জ্বলল আলো
যার কারণে সাধারন যাত্রী বিপাকে পড়েছে, তারা বুঝতে পারছে না কোন ট্রেন লোকাল আর কোন ট্রেন এক্সপ্রেস বা কোনটা মেল ট্রেন!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584