নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ লোকসভার পর এবার বালুরঘাট লোকসভা আসনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ।
সোমবার দুপুরে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বেকিডাঙ্গা প্রাথমিক স্কুলে ৩৬/৫২ নম্বর বুথে এই ঘটনা ঘটে।
জানা যায় এই বুথে প্রায় এগাড়শো ভোটার আছে।এদিন স্কুলে রাজ্য পুলিশ কে সাথে নিয়ে যখন ভোট কর্মীরা আসেন সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের কাজে বাঁধা দেয়।স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে বলেন রাজ্য পুলিশের উপরে তাদের আস্থা নেই।
তারা কেন্দ্রীয় বাহিনী ছাড়া কাল ভোট চালু করতে দেবেন না।গত পঞ্চায়েত ভোটে এই বুথে ছাপ্পা ভোট হওয়ার আশঙ্কা ছিল।কেন্দ্র বাহিনী থাকলে মানুষ নির্ভয়ে শান্তিতে নিজের ভোটটা দিতে পারবে।
আরও পড়ুনঃ দুবের কাছে একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবী সুকান্তর
এর পর বিক্ষোভ কারীরা ভোট গ্রহন কক্ষের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং ভোট কর্মীরা বাইরে বেরিয়ে এসে ভোট গ্রহনের সরঞ্জাম গাড়িতে তুলে নেয়।পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল পর্যন্ত প্রশাসন সূত্রে বিক্ষোভ কারীদের কোন ভাবে আশ্বস্ত করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584