নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরুর মুখে কালি লেপে দিল স্থানীয়রা

0
227

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Local people put ink coating in face of the rape accused
জনরোষ।নিজস্ব চিত্র

নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল এক ধর্মগুরুর বিরুদ্ধে।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফালাকাটার সুভাষ কলোনি এলাকায়।এই খবর চাউর হতেই এলাকাবাসী ঐ ধর্মগুরুরকে মুখে কালি মাখিয়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

Local people put ink coating in face of the rape accused
জনরোষের কালি।নিজস্ব চিত্র
Local people put ink coating in face of the rape accused
অভিযুক্ত সুনীল দেবনাথ।নিজস্ব চিত্র

সোমবার এই ঘটনায় ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে ওই ধর্ম গুরুকে গ্রেফতার করে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাবালিকার ঠাকুমা বলেন,”আমার নাতনিকে প্রসাদ দেবার নাম করে ডেকে নিয়ে গিয়ে শরীরে হাত দিত।আজ তাকে ধর্ষণ করেছে বলে নাতনি জানায়।”

আরও পড়ুনঃ যৌন হেনস্তা মামলায় সুপ্রিমকোর্টের ক্লিনচিট প্রধান বিচারপতিকে

Local people put ink coating in face of the rape accused
অভিযোগকারী নাবালিকার ঠাকুমা।নিজস্ব চিত্র

প্রতিবেশীরা জানায়, এধরনের চরিত্রহীন লোকেদের পাড়ায় ঠাঁই নেই । আমরা পুলিশের হাতে তুলে দিলাম।ফালাকাটা সুভাষ কলোনির বাসিন্দা সুনীল দেবনাথ এলাকায় সে মহারাজ নামেই পরিচিত বলে জানা গেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here