বড়পর্দায় লোকনাথ

0
425

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বড় পর্দাতে এর আগেও ত্রিকালদর্শী বাবা লোকনাথের মহিমা দেখেছেন দর্শক। এরপর ছোটপর্দাতেও এসেছে লোকনাথের জীবনকাহিনি। শেষের পথে সেই ধারাবাহিক।

Lokenath | newsfront.co
শুটিং ফ্লোরে গুরুদেবের সঙ্গে লোকনাথ

আর এবার আরও একবার দর্শক দরবারে আসতে চলেছে বাবা লোকনাথের জীবননামা। ছবির নাম ‘জয় বাবা লোকনাথ’। শিশু লোকনাথের জীবন নিয়েই এই ছবি বানাচ্ছেন পরিচালক প্রান্তিক গায়েন।

আরও পড়ুনঃ হিন্দিতে ডাবিং হচ্ছে ‘নেতাজি’

এখানেও শিশু লোকনাথের ভূমিকায় অভিনয় করবে অরণ্য রায়চৌধুরী। ধারাবাহিকে লোকনাথের চরিত্রে দর্শক এবং ভক্তদের মন জয় করেছে সে। এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে ছোট্ট অরণ্য।

লোকনাথের বাবার চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত। রয়েছেন অরিন্দম গাঙ্গুলি, সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। ২০২১-এ মুক্তি পাওয়ার সম্ভাবনা এই ছবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here