জীবনের ছন্দে নির্মল আনন্দে সাহিত্য পরিবারের বর্ষপূর্তি উপলক্ষ্যে নানা কর্মসূচি

0
145

 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

 

সাহিত্য পরিবারের বর্ষপূর্তিতে চাঁদের হাট বসলো মেদিনীপুর শহরে।রবিবার “জীবনের ছন্দে নির্মল আনন্দে” সাহিত্য পরিবারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে পত্রিকা প্রকাশ ,কবি সংবর্ধনা ও সাহিত্যসভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর কর্মচারী ভবনের সভাকক্ষে।

magazine inaugaration
নিজস্ব চিত্র

 

অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন  বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য অ্যাকাডেমির  চেয়ারম্যান  সোমনাথ নাগ । অন্যান্য অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির উদ্বোধন করেন দুই বাংলার প্রখ্যাত কবি ,নাট্যকার , সম্পাদক ও বাচিক শিল্পী আরণ্যক বসু । প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কৃষ্ণপ্রহরের সৈনিক কবি সুনীল মাজি । এছাড়াও বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন অক্ষর সোপান ও ঘন্টচক্র কাব্যশৈলীর স্রষ্টা মনোরঞ্জন আচার্য ,ছড়াকার ও কবি প্রাণনাথ শেঠ, বিশিষ্ট বাচিকশিল্পী তথা শিক্ষা প্রশাসক কৌস্তুভ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত সহ,পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক কবি সাহিত্যিকের উপস্থিতিতে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের সাহিত্যসভাটি পূর্ণতা লাভ করে।

আরও পড়ুনঃ লালগোলা মৃদাদপুর প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পড়ুয়াদের জন্মদিন পালন

সাহিত্যানুরাগী জয়ন্ত মন্ডল,সৌমেন মন্ডল, যুথিকা দাস অধিকারী, বিভু কানুনগো, গৌতম দেব, সোমা ভক্ত, সুশান্ত বালা,গৌতম চন্দ, সুদীপ খাঁড়া প্রমুখের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন  কাব্য ও কলার অধ্যক্ষ চিত্তরঞ্জন দাস ও খ্যাতনামা বাচিকশিল্পী ও সঞ্চালিকা দীপান্বিতা জানা। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা তথা যুগ্ম সম্পাদক তানিশা ব্যানার্জি, যুগ্ম সম্পাদক সৌমেন্দ্রনাথ মাহাত, বাবকা মাহাত, প্রণব মাহাত, পতিতপাবন মাহাত,আশীষ কুমার রানা, পিংকি দাস, সাবিনা ইয়াসমিন, রাকেশ দাসসহ অন্যান্যরা।। কবিতা পাঠ, আবৃত্তি, শ্রুতিনাটক, সঙ্গীত, চিত্রাঙ্কন প্রভৃতির মাধ্যমে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে।।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here