নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটায় নাবালিকা ধর্ষন ও খুনে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, নবমীর রাতে পাড়ার দুর্গা পূজার প্যান্ডেল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ফালাকাটার ঘাটপাড় সরুগাও এলাকার দশ বছরের নাবালিকা। পরের দিন দশমীর সকালে স্থানীয় মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের দুর্গা পূজার প্যান্ডেলের ঢিল ছোড়া দূরে ধানক্ষেতের পাশে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এর পরেই এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে শোরগোল পড়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মৃতার বাড়িতে গিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
আরও পড়ুনঃ দেবী বিসর্জনের আগেই নাবালিকাকে ধর্ষণ করে হত্যা
এদিন আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, “ গ্রেফতার ব্যক্তির নাম আমিন আলি। নবমীর রাতে ওই এলাকায় একটি পুজো মণ্ডপ থেকে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। সেই সময় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাটি ধামাচাপা দিতে ওই নাবালিকাকে খুন করে একটি ধানক্ষেতে দেহটি ফেলে দেয় সে। ঘটনার তদন্ত নেমে গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584