নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
১১ ফেব্রুয়ারি পৃথিবী জুড়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘ডন সিনেমা’তে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেল শুভেন্দু রাজ ঘোষ পরিচালিত ছবি ‘ম্যায় মুলায়ম’। তার আগে এর প্রিমিয়ার হয়ে গেল কলকাতায় কোয়েস্ট মলে। হাজির ছিলেন এম এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের কর্ত্রী মিনা শেঠি, পরিচালক শুভেন্দু রাজ ঘোষ, কাহিনিকার রশিদ ইকবাল, অমিত শেঠি, রণজয় বিষ্ণু, পাপিয়া অধিকারী, কাঞ্চনা মৈত্র সহ ছবির টিমের অধিকাংশ কলাকুশলী।
হাজির ছিলেন ওটিটি প্ল্যাটফর্ম ‘ডন সিনেমা’র প্রতিষ্ঠাতা মেহমুদ আলি। এক চাষীর ছেলের রাজ্যের নেতা হয়ে ওঠার কাহিনি বর্ণিত হয়েছে এই ছবিতে। মুখ্য ভূমিকায় অমিত শেঠি। মিমো চক্রবর্তীকে দেখা গিয়েছে মুলায়মজির ছোট ভাই শিবের চরিত্রে, মুলায়মজির মায়ের চরিত্রে জারিনা ওয়াহাব। এ ছাড়াও রয়েছেন রণজয় বিষ্ণু, গোবিন্দ নামদিও, মুকেশ তিওয়ারি, সুপ্রিয়া কার্ণিক, সায়াজি শিন্ডে, সানা আমিন শেখ, প্রেরণা, প্রকাশ বেলাওয়াদি প্রমুখ।
এদিন ছবির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ জানান- “এই ছবি একেবারেই রাজনৈতিক চলচ্চিত্র নয়। বরং এটি মুলয়াম নামে এক ব্যক্তির একটি উপাখ্যান। উত্তরপ্রদেশের এক সাধারণ কীভাবে নেতা হলেন এবং সকলের ভরসার জায়গা হলেন সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। অমিত শেঠি অত্যন্ত প্রতিভাবান অভিনেতা এবং মুলায়মজির অনস্ক্রিন চরিত্রের প্রতি সম্পূর্ণ ন্যায়বিচার করেছেন। কোনও সন্দেহ নেই যে, তিনি দর্শকদের মন জয় করবেন।”
আরও পড়ুনঃ কালিম্পং থেকে আউটডোর সেরে ফিরল টিম ‘আবার বছর কুড়ি পরে’
ছবিটি বহু ফেস্টিভ্যালে ইতিমধ্যেই সম্মানিত হয়েছে। সাধারণ মানুষের কাছে এই ছবি জনপ্রিয় হবে বলে আশাবাদী পরিচালক শুভেন্দু রাজ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584