হরষিত সিংহ,মালদাঃ প্রচার সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন বিজেপি কর্মী। মালদার বামনগোলা থানার কাশিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত বিজেপি কর্মী সমর্থক বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। আহত বিজেপি কর্মীর নাম পরশুরাম সরকার(৪৫)। বাড়ি ওই এলাকাতেই।
জানা গিয়েছে ওই এলাকার জেলা পরিষদের বিজেপির প্রার্থী কাঞ্চনা সিং মন্ডলের হয়ে প্রচারে গিয়েছিলেন পরশুরাম সরকার। এদিন প্রচারের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তার পথ আটকায় এবং তাকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এতে তার চোখে এবং শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লাগে। এই অবস্থায় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহত ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুদিপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বামন গোলা থানার পুলিশ। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কিনা তা পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত জেলার রাজনীতি। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584