বিহারে দুর্দান্ত লড়াইয়ের জন্য তেজস্বীকে অভিনন্দন মমতার

0
90

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিহারের মসনদ দখল করতে পারেননি। তবে শাসক জোটের বিরুদ্ধে কার্যত একার হাতে দুর্দান্ত লড়ে ভালো ফল করেছেন আরজেডি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। সেই অনবদ্য লড়াইয়ের জন্য আজ, বৃহস্পতিবার বিহারের যুব নেতাকে অভিনন্দন জানালেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tejaswi Yadav | newsfront.co
কোলাজ চিত্র

আরজেডি নেতাকে নিজে থেকেই ফোন করলেন তৃণমূল নেত্রী। বিহারে ভোট চুরির যে অভিযোগ আরজেডি করেছে, সেই অভিযোগকে সমর্থন করে তেজস্বীকে লড়াই চালু রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ফের পুলিশ হেফাজতে মৃত্যু! স্বরাষ্ট্রসচিব ও ডিজি–র কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

উল্লেখ্য, ভোটের ফলপ্রকাশের পর আজই প্রথম জনসমক্ষে আসেন আরজেডি নেতা। আর ফলাফল প্রসঙ্গে নিজের প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করেন, বিহারের মানুষ মহাজোটকে সমর্থন করেছে। কিন্তু অনৈতিকভাবে নির্বাচন কমিশন এনডিএকে জিতিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় মুসলিম ভোট ব্যাংকে ‘মিম’-এর থাবা ঘিরে জল্পনা

তেজস্বী দাবি করেন, তিনি এখনও আত্মবিশ্বাসী যে আগামী দিনে বিহার মহাজোটই সরকার গড়বে। সূত্রের খবর, তরুণ নেতার এই লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন মমতা। তাঁর লড়াইয়ে সর্বতভাবে পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here