নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় রাজ্যে প্রথম খেলনা কারখানার জন্য ৮ একর জমিতে টয় পার্ক তৈরি করা হল শহর সংলগ্ন খাসজঙ্গল এলাকাতে। সোমবার এই পার্কের আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে আপাতত একুশটা কোম্পানি এই পার্কে খেলনা কারখানা তৈরি করবেন। এর জন্য রাজ্যর তহবিল থেকে একশো কোটি বরাদ্দ করা হয়েছে যেখানে প্রথমেই কর্মসংস্থান হবে দেড় হাজার জনের।
এতে অনেক যুবক,যুবতীরা কাজ পাবেন,মেদিনীপুর শহরের শিল্প তালুকের নতুন সংযোজন এই টয় পার্ক এলাকা। খাস জঙ্গল এলাকায় ইতিমধ্যেই বহু ছোট-বড় কল কারখানা রয়েছে। ৩৫ টি কারখানা এই মুহূর্তে সক্রিয়ভাবে উৎপাদন করছে বিভিন্ন জিনিসের। সেই সংলগ্ন এলাকাতেই আট একর জমির ওপর এই টয় পার্ক তৈরি করা হল।
সোমবার বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই পার্কের উদ্বোধন করেছেন। তা হলেও উদ্বোধন স্থলে উপস্থিত ছিলেন জেলাশাসক রেশমী কমল থেকে বিভিন্ন জনপ্রতিনিধিরাও। জেলাশাসক রেশমী কমল জানিয়েছেন-প্রস্তাবিত এই পার্কে ২১ টি ইউনিট করা যাবে। কিছুদিনের মধ্যে ১০০ কোটির বিনিয়োগ হচ্ছে এখানে। প্রথমেই দেড় হাজার জনের বেশি কর্মসংস্থান হচ্ছে।
আরও পড়ুনঃ তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা আওয়াজ তুললেন দিলীপ
এই উদ্বোধন স্থলে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন বিনিয়োগকারী। তারা জানাচ্ছেন রাজ্যে এই প্রথম খেলনার ক্লাস্টার তৈরি হবে মেদিনীপুরের এই প্রস্তাবিত টয় পার্কে। আশা করব দ্রুত আরো কর্মসংস্থান বাড়বে। এতেই খুশির হাওয়া গোটা জেলা জুড়ে।
এলাকার শিল্পপতি অনির্বান গুপ্ত জানান, “চিনা পণ্য বয়কট করার পর স্বদেশী খেলনা তৈরির উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই জেলার কেশপুরে সফট্ টয় তৈরি হয়। তার বাজার রয়েছে। এখানে এই ধরনের খেলনা তৈরি হলে খেলনার বাজার আরো খুলে যাবে। চীনের ওপর নির্ভরতা টাও কমবে খেলনার ক্ষেত্রে।”
অন্যদিকে আর এক শিল্পপতি চন্দন বসু বলেন,”ধীরে ধীরে রাজ্যে একাধিক কারখানা তৈরি হবে আপাতত দেড় হাজার বেকারদের কর্মসংস্থান হবে এতে উপকৃত হবে বহু পরিবার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584