পিয়ালী দাস, বীরভূমঃ
বুধবার থেকে তারাপীঠে মা তারার গর্ভগৃহে প্রবেশে ছাড়পত্র দেওয়া হবে ভক্তদের। কিন্তু গর্ভগৃহে প্রবেশের পরেও মানতে হবে বেশ কিছু নিয়ম বিধি এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মা তারা কে স্পর্শ করে আশীর্বাদ নিতে পারেননি লক্ষ লক্ষ ভক্ত। মন্দির খোলার পর থেকেই ভক্তদের দাবি উঠেছিল কোনভাবে গর্ভগৃহে প্রবেশ করে যদি একবার মাকে স্পর্শ করে মায়ের আশীর্বাদ পাওয়া যায়।
সেই মোতাবেক মঙ্গলবার মন্দির কমিটির বৈঠক ডাকাহয়, যে বৈঠকে মন্দিরের সকল সেবাইত উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল থেকে গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন। সে ক্ষেত্রে একজন ভক্ত প্রথমে গর্ভগৃহে যাবেন তিনি মাকে স্পর্শ করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাবেন তারপর আরেকজন ভক্ত গর্ভগৃহে প্রবেশের অনুমতি পাবেন।
আরও পড়ুনঃ ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জেলা তৃণমূল কংগ্রেসের
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে তবেই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। সেবাইতদের স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনই ভক্তরা গর্ভগৃহে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারবেন না। গর্ভগৃহে প্রবেশের অনুমতি খবর চাউর হতেই খুশির হাওয়া ভক্তদের মনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584