নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
জি বাংলায় আসছে ধারাবাহিক ‘কাদম্বিনী’। প্রোমো চলছে অনেকদিন ধরেই। দ্বিতীয় প্রোমোটি হাজির হয়েছে ইতিমধ্যেই। তবে, কবে কিংবা কোন স্লটে আসছে ‘কাদম্বিনী’ তা জানা যায়নি এখনও। ‘করোনা’র কারণে বন্ধ শুটিং। হয়ত সেই কারণেই বিলম্ব হচ্ছে কাদম্বিনীর আগমনে।
ভারতের দ্বিতীয় এবং বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। নিজের এবং সতীনের সন্তানদের মানুষ করে, সংসার সামলে তিনি চালিয়ে যান নিজের লেখাপড়া। বিলেতে যান। দেশে ফিরে প্র্যাকটিস করেন। সেই কাদম্বিনী গাঙ্গুলির জীবনগাঁথা আসছে ছোটপর্দায়।
আরও পড়ুনঃ নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন অভিষেক চট্টোপাধ্যায়
মুখ্য চরিত্রে দেখা যাবে ঊষসী রায়কে। এই তথ্য আজ আর অজানা নয় কারো। তবে, সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে কাদম্বিনী গাঙ্গুলির স্বামী তথা মানবদরদী সাংবাদিক তথা নারী জাগরণের প্রাণপুরুষ দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে থাকছেন মনোজ ওঝা। এ ছাড়াও রয়েছেন যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম জানা যায়নি এখনও।
প্রসঙ্গত, ইতিমধ্যেই স্টার জলসায় শুরু হয়ে গিয়েছে ‘প্রথমা কাদম্বিনী’। এই মুহূর্তে কাদম্বিনী গাঙ্গুলির শিশুকাল উঠে আসছে ধারাবাহিকে৷
আরও পড়ুনঃ অ্যামাজন প্রাইমে একগুচ্ছ বিনোদন
সেই চরিত্রে অভিনয় করছে লিটল স্টার মেঘান চক্রবর্তী। যুবতী কাদম্বিনীর চরিত্রে দেখা যাবে সোলাঙ্কি রায়কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584