হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার, হাতাহাতি থেকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠলো আইনজীবীদের বিরুদ্ধে

0
98

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পাশ করাতে চান বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের এই প্রস্তাবে মত দেননি সংগঠনের বিরোধী সভাপতি আইনজীবী অরুণাভ ঘোষ। আর এই নিয়েই ধুন্ধুমার কান্ড বেধে যায় হাইকোর্ট চত্বরে।

chaos in bar association kolkata
কলকাতা হাইকোর্ট

প্রথমে গন্ডগোল শুরু হয় বাগ্‌বিতণ্ডা দিয়ে আর তা থেকেই  হাতাহাতিতে জড়ালেন দু’পক্ষের আইনজীবীরা। অভিযোগ, বর্ষীয়ান আইনজীবী অরুণাভ ঘোষ আক্রান্ত হন রাজ্যের শাসক দলের সমর্থক আইনজীবীদের কাছে। হাতাহাতি থেকে কামড়াকামড়ি পর্যন্ত পৌঁছয় ঘটনা এমনটাই অভিযোগ।

আরও পড়ুনঃ SSC দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য, নিয়োগ হওয়া ৬০৯ জন পাশই করেননি

এই হুলুস্থুল কাণ্ডের মধ্যে আইনজীবীরা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন। আরো পুলিশ মোতায়েন করার আবেদন জানান তাঁরা। এদিকে তখন প্রধান বিচারপতির এজলাসে শুনানি চলছিল হাঁসখালি মামলার। উল্লেখ্য, ওই বিচারপতির বিরুদ্ধে সম্প্রতি প্রধান বিচারপতিকে চিঠি লিখে অভিযোগ করেছেন বার কাউন্সিলের সভাপতি তথা বিধায়ক অশোককুমার দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here