ঋত্বিকের নাট‍্যমেলা

0
91

বিদ্যুৎ মৈত্র,বহরমপুর:-

রাত পোহালেই শীত শীত আমেজে শুরু হতে চলেছে বহরমপুর ঋত্বিক নাট‍্যগোষ্ঠী আয়োজিত দেশবিদেশের নাট‍্যমেলা।

চলছে মহড়া

প্রতিবেশী বাংলাদেশ সহ এবারের নাট‍্যমেলায় উপস্থিত থাকছে ব্রাজিল নাট‍্যদল। ইতিমধ্যে শহরের নাট‍্যমোদী দর্শকদের মধ‍্যে বিপুল উৎসাহ উৎসাহী করেছে আয়োজিত সংস্থার সদস্যদের কে। ডিসেম্বরের নয় থেকে ঊনিশ বহরমপুর রবীন্দ্রসদনে ঋত্বিকের সতেরতম নাট‍্যমেলায় মঞ্চস্থ হবে এগারোটি নাটক।

যেসকল নাটক মঞ্চস্থ হবে

নাট‍্যমেলার উদ্বোধন করবেন নাট‍্যনির্দেশক ও অভিনেতা সৌমিত্র বসু। ঋত্বিকের প্রতিষ্ঠাতা নাট‍্যনির্দেশক ও নাট‍্যকার প্রয়াত গৌতম রায়চৌধুরি স্মরণে প্রত‍্যেক বছরের মতো এবছরেও গৌতম রায়চৌধুরী স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হবে নাট‍্যক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন অবদান রেখেছেন এমন ব‍্যক্তিত্ব, নাট‍্যদল, নাট‍্যপত্রিকার হাতে।

প্রতিদিন নাটক শুরুর আগে থাকছে গান, নাচ ,আবৃত্তি। সঙ্গে রবীন্দ্রসদন চত্বর জুড়ে থাকবে চিত্রপ্রর্দশনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here