নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এবার ৫০তম বর্ষ পূর্ণ হলো মেচ সম্প্রদায়ের দুর্গা পূজো।তাই এবারের পূজোর আকর্ষণীয় হলো দূর্গামা,লক্ষী,সরস্বতী প্রতিমা এখানে মেচ সম্প্রদায়ের ভেষভূষা ও সাংষ্কৃতিক পোশাক ডোখনা পরিহিত।আর কার্তিক,গণেশ মেচ সম্প্রদায়ের সাংষ্কৃতিক পোশাক গামছা পরিহিত। আলিপুরদুয়ার জেলার দক্ষিণ সাঁতালি কার্জী পাড়া কিষাণ সংঘ এর মেচ সম্প্রদায়ের মহিলাদের পরিচালিত দূর্গা পুজো এবারের ৫০ তম বর্ষ।
উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন জনজাতি মেচ সম্প্রদায়।মেচ মহিলা দের দ্বারা পরিচালিত এই পূজোর অন্যতম বৈশিষ্ট্য এখানে তাদের সংস্কৃতি কে তুলে ধরা হয়েছে।যেটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মধ্যে শুধুমাত্র এখানেই দেখা মিলবে।পূজা কমিটির সদস্যরা জানান যে “আধুনিকতার ছোয়াঁয় আমাদের সংস্কৃতি কোথায় হারিয়ে যেতে বসেছে এখন আর মেচ মহিলা দের মেচ সাংষ্কৃতিক পোশাক ডোখনা এবং মেচ পুরুষ দের মেচ সাংষ্কৃতিক গামছা পড়তে দেখা যায়না । শুধুমাত্র অনুষ্ঠান হলে দেখা মিলে কোথায় যেন হারিয়ে যেতে বসেছে আমাদের মেচ সংস্কৃতি আমাদের সংস্কৃতি যাতে হারিয়ে না যায় এবং পরবর্তী প্রজন্ম যেন আমাদের সংস্কৃতি জানতে পারে এই জন্য আমাদের এই উদ্যোগ।এই পূজোর মধ্য দিয়ে আমরা আমাদের সংষ্কৃতি কে তুলে ধরছি তাই এখানে দূর্গামার প্রতিমা , লক্ষী সরস্থতী আমাদের মেচ সাংষ্কৃতিক পোশাক ডোখনা পরিহিত এবং গণেশ ,কার্তিক মেচ সাংষ্কৃতিক পোশাক গামছা পরিহিত।”
আরও পড়ুনঃ বাবুপাড়ার দূর্গা পূজার ৯৫ এ পা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584