স্টুডেন্ট হেলথ হোমে চিকিৎসা শিবির

0
75

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজার পূর্বে কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোম ছাত্র ছাত্রীদের জন্য চিকিৎসা শিবিরের আয়োজনে অভিনব উদ্যোগ গ্রহণ করলো।বুধবার কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক কমিটির সম্পাদক রঞ্জন মোদক জানান বুধবার সকালে মালদা মেডিক্যাল কলেজ থেকে ডাঃ শিশির সর্দারের নেতৃত্বে মোট ৬জন জুনিয়র চিকিৎসক কালিয়াগঞ্জ আঞ্চলিক হেলথ হোমের ডাকে সাড়া দিয়ে কালিয়াগঞ্জে স্টুডেন্ট হেলথ হোমের কার্যালয়ে আসেন কালিয়াগঞ্জ হেলথ হোমের অধীনে থাকা মোট চারটি বিদ্যালয়ের দুস্থ ছাত্র ছাত্রীদের মেডিক্যাল চেক আপ করবার জন্য।

নিজস্ব চিত্র

তিনি জানান “আমরা প্রথমে গ্রামের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে গ্রামের স্কুলের ছেলেমেয়েদের চিকিৎসকে অগ্রাধিকার দিয়েছি।” জানা যায় বুধবারের ছাত্র ছাত্রীদের চিকিৎসা শিবিরে পুরিয়া মহেশপুর,দরিমানপুর,সমাসপুর ও পরমেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের মোট১৬৫০ জন ছাত্র ছাত্রীরা এসে মালদা থেকে আসা চিকিৎসকদের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা জানায়।চিকিৎসকরা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বসহকারে তাদের প্রত্যেকের সমস্যা অত্যন্ত মনযোগ সহকারে শুনে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দেয় এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।গ্রাম থেকে আসা ছাত্র ছাত্রীরা চিকিৎসকদের ভূমিকায় তারা সবাই অত্যন্ত খুশি বলে জানায়।মালদা মেডিক্যাল কলেজ থেকে আসা চিকিৎসক ডাঃ শিশির সর্দার বলেন কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোম যখন প্রয়োজন মনে করবে আমরা সেই ডাকে সবসময় সারা দেবার জন্য প্রস্তুত।তিনি বলেন ” চিকিৎসক মানেই শুধু উপার্জন নয়।এই পেশার সাথে মানবিক একটা দিক রয়েছে যার গুরুত্ব প্ৰকৃত চিকিৎসকদের ভাবায়।আমরা যারা এই পবিত্র সেবা কাজের সাথে যুক্ত আছি আমাদের আর্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সবার আগে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলাই আমাদের প্ৰথম এবং প্রধান কাজ।একজন অসুস্থ মানুষ যখন আমাদের চিকিৎসায় সেরে উঠে তখন এর চেয়ে আর আনন্দের কিছু থাকেনা।আমরা চাই এই সমস্ত দুস্থ ছাত্র ছাত্রীদের চিকিৎসার সুযোগ স্টুডেন্ট হেলথ হোম আরো বেশি বেশি করে ব্যবস্থা নেবে ।” চিকিৎসা শিবিরে স্টুডেন্ট হেলথ হোমের বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে ছিলেন প্রবীর কুমার সাহা,নির্মাল্য সরকার,অরিজিৎ দে, শুভঙ্কর রায় এবং ভদ্র বর্মন।

আরও পড়ুনঃ প্লাস্টিক ব্যবহার বন্ধে রাস্তায় জীবন্ত শিব পার্বতী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here