মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার শহর ও কোচবিহার ১ নং ব্লকের ১০৩টি রেজিস্টার পূজা কমিটি গুলিকে নিয়ে বৈঠক করল পুলিশ আধিকারিকরা।পুজোর সময় আইন শৃঙ্খলা, যানজট ও ভিড় নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। আজ দুপুরে ওই পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে কোচবিহারে স্টেশন মোড় সংলগ্ন পারমিতা ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার,কোচবিহার থানার আইসি সমির পাল,কোচবিহার শহরের টাউন বাবু, ট্রাফিক রাহুল তালুকদার সহ কোতয়ালি থানার অন্যান্য অফিসারেরা।এদিন পুলিশের তরফে জানানো হয় পুজোর চার দিন দুপুর ২টার পর থেকে ভিড় না কমা পর্যন্ত টোটো চলাচল বন্ধ থাকবে।পাশাপাশি পুজো নিয়ে অন্যান্য যে নির্দেশিকা গুলি রয়েছে তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে কোতোয়ালী থানা আই সি সমীর পাল বলেন, “১০৩ টি রেজিস্টার্ড পূজা কমিটিকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।পুজো নিয়ে যে নির্দেশিকা রয়েছে তা মেনে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি পুজোর চার দিন ২টা থেকে ভিড় না কমা পর্যন্ত টোটো চলাচল বন্ধ থাকবে।”
আরও পড়ুনঃ বহরমপুরে ওয়েবকুটার রাজ্য সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584