কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সালার ব্লকে একদিনে দেওয়া হল সাত হাজার ডোজ কোভিড টিকা। গত কয়েক মাস ধরে যে টিকাকারণ চলছে এর মধ্যে মঙ্গলবার মেগা সংখ্যক টিকা পেয়ে খুশি সালার অঞ্চলের সাধারণ মানুষ।
সালার ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতে মোট ১৪ টি টিকাকরণ কেন্দ্র রায়গ্রাম, ঘোষপাড়া, খাড়েরা, পুনাসি, বাবলা সোনারুন্দি প্রভৃতি কেন্দ্র থেকে ৫০০ জন করে একযোগে সাত হাজার জনকে টিকাদান কর্মসূচি সফল হয়েছে।
এদিন সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধিকর্তা তথা সালারের বিএমওএইচ শিশির কুমার সর্দার নিউজ ফ্রন্টকে জানান, ভবিষ্যতে সালার নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে তাঁর। গত কয়েকদিন ধরে বিভিন্ন সালার ব্লক স্বাস্থ্য আধিকারিকের ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের নিরলস প্রচেষ্টায় সফল আজকের বৃহৎ টিকাকরণ।
আরও পড়ুনঃ শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বহরমপুরে আরএসপি’র ছাত্র মিছিল-অবস্থান বিক্ষোভ
তিনি আরো জানান, বর্তমানে সালার স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬২ হাজার এলাকাবাসীকে টিকার প্রথম ডোজ ও অনেকের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হয়েছে। সালার ব্লক জনসংখ্যা এক তৃতীয়াংশ মাত্র। প্রতিটি এলাকাবাসীকে টিকাকরণের অন্তর্ভুক্ত করা আমাদের প্রাথমিকতা। সালারবাসীকে সবরকম ভাবে সহযোগিতার জন্য সাধুবাদ জানান ড: শিশির কুমার সর্দার সেই সঙ্গে তিনি তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন নির্বিঘ্নে লক্ষ্যমাত্রা পূরণের জন্য।
আরও পড়ুনঃ মেদিনীপুরের ‘সংকল্প’ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষ্যে রক্তদান শিবির
এছাড়াও সালার, টিয়া, কাগ্রাম, দক্ষিণখন্ড, আউচা এছাড়া নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক টিকার ব্যবস্থাপনায় বয়ষ্ক ও শারীরিক ভাবে প্রতিবন্ধীরা এই উদ্যোগের জন্য স্বাস্থ্য আধিকারিক ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584