নিজস্ব প্রতিনিধি,নিউজ ফ্রন্ট,মালদা,২৭আগস্ট:
জলের তলায় মালদা জেলার বেশিরভাগ এলাকা। গৃহহীন বন্যার্ত মানুষ এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।’মানুষ মানুষের জন্য’ এই মানবীয় দায়িত্ব পালনে বন্যা দুর্গত মানুষের কাছে ছুটে এসেছেন সহৃদয় ব্যক্তি থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা,ক্লাব ও সংগঠন।গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ত্রাণ শিবির ও দুর্গম এলাকায় যেখানে কোনরকম ত্রাণ যাচ্ছে না সেখানেই রান্না করা খাবার নিয়ে বিতরণ করছে।
এদিন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হরিশচন্দ্রপুর থানার বিভিন্ন অঞ্চলের প্রায় চার হাজার বন্যার্ত মানুষকে পানীয়জল, ভাত, আলু সোয়াবিনের তরকারি,ডিম সিদ্ধ দেওয়া হয়।মূলত দৌলতনগর,ইসলামপুর ও সাদলিচক অঞ্চলের তেলজান্না,মহামায়া,বাঁধরোড, গাছপাড়া,কাটামনি,ভুনা, ইমামনগর,বালুচর,বাসুদেবপুর প্রভৃতি গ্রামের গৃহহীন মানুষদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক ড.সনাতন দাস বলেন-আমরা বন্যা দুর্গত এলাকায় এসে বন্যার ভয়াবহতা ও মানুষের চরম দুর্দশা সচক্ষে দেখলাম।এলাকার মানুষ আমাদের অভিযোগ করেছেন প্রশাসনিক ভাবে কোন ত্রাণ তাদের কাছে আসেনি।বন্যার জলে মানুষের মৃতদেহ এলাকার ভেসে আসছে,এটা খুবই মর্মান্তিক ঘটনা।তিনি আরও জানান এই পরিস্থিতি তে মালদা জেলা কে বন্যা কবলিত এলাকা হিসেবে সরকারি ভাবে ঘোষণা করার জন্য আমরা প্রশাসন কে অনুরোধ করবো।
এদিন ত্রাণ বিতরণ কার্যে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.বিপ্লব গিরি,ড.ঝড়েস্বর ঘোষ,ড.সন্দীপ দাস,ড.অঙ্কুর সেনশর্মা,স্বদেশ পাল,অধ্যাপিকা সম্পা রায়,ড.জ্যোৎসনা সাহা প্রমুখ এবং অশিক্ষক কর্মি অরিন্দম জানা,দেবজিৎ মুখোপাধ্যায়,পার্থ মজুমদার,এমদাদুল হক,হরি মন্ডল প্রমুখ।বিশ্ববিদ্যালয় টিমকে সহায়তা করেন হরিরামপুর দেওয়ান আবদুল গনি কলেজ এর অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল,বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়াসিম রেজা,ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক হজরত উমার ফারুক, শিক্ষক শ্রীমন্ত মিত্র,সামিউজ্জামান এবং এলাকার ছাত্র-যুবক ও সাধারণ মানুষ।
সপ্তাহ জুড়েই বিশ্ববিদ্যালয়ের এই মহৎ কর্মযজ্ঞ চলছে জেলার বিভিন্ন প্রান্তে।ইতিপূর্বে ওল্ড মালদা,মহিষবাথানী,গাজোল থানার করকোচ অঞ্চল,মশালদীঘি,মালডাঙ্গা,পাকুয়াহাট,বামোনগোলা প্রভৃতি স্থানে বন্যা পীড়িত মানুষদের মধ্যাহ্নভোজন করানো হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584