নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার লকডাউনের কারণে প্রকৃতির দূষণ অনেকটা কমেছে। আর সেই কারণেই নিদির্ষ্ট সময়ের আগেই সুদূর সাইবেরিয়া থেকে উড়ে এসে ভিড় করতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। সাধারনতঃ জুলাই মাসে এই পরিযায়ী পাখি রায়গঞ্জের কুলিক বনাঞ্চলে আসে। কিন্তু এবছর একমাস আগেই এসে গিয়েছে।
কুলিক বনাঞ্চলের গাছ তখন ভরে উঠেছে সাদা পাখিদের ভিড়ে। করোনার লকডাউনের কারণে কুলিক বনাঞ্চল দুমাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা দ্রুত কুলিক পাখিরালয়টি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন।
আরও পড়ুনঃ পুকুরে ভেসে উঠল হলুদ রঙের কচ্ছপ
যদিও বনদফতরের দাবি, সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত কোনওভাবেই কুলিক পাখিরালয় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যাবে না।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দিল এক প্রবাসী বাঙালি সংস্থা
এবিষয়ে রায়গঞ্জ ডিভিশনের ডিএফও সোমনাথ সরকার বলেন, প্রজনন এবং প্রজনন পরবর্তী সময়ে পাখিদের নানা কার্যকলাপ, সমস্ত কিছুই এই কুলিক পাখিরালয়ে সম্পন্ন হয়ে থাকে। কখনও কখনও পাখিদের সংখ্যা বৃদ্ধি পায়। আবার কখনও কখনও বা সংখ্যা কমে যায়। গত কয়েক বছরে পাখিদের আসা-যাওয়ার সংখ্যার কিছু তফাৎ দেখা গেলেও তাদের আসার সময়ে কোনও আগুপিছু কিন্তু দেখা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584