নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি সরস্বতী পুজার উদ্বোধনে পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।মঞ্চ থেকে গরিবদের বস্ত্র বিতরণ ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।ফিতে কেটে সরস্বতী পুজার উদ্বোধন হয় কেশিয়াড়ি টাইগার ক্লাবের সরস্বতী পুজার।
২৬ তম বর্ষের টাইগার ক্লাবের মন্ডপ ও প্রতিমার থিম রাঙামাটি।মন্ডপ সেজেছে পরিবেশ বাস্তুতন্ত্রের আদলে।মন্ডপের থিম একদমই ভিন্ন স্বাদের ও পরিবেশ বান্ধব।এই পরিবেশ সচেতন হওয়ার কারণে পরিবেশ দফতর থেকে এক লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা মন্ত্রীর।মন্ত্রী বলেন,”আমি সনাতন হিন্দু ব্যক্তিগতভাবে,কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মানুষের কাছে আমার ধর্ম মানব ধর্ম।” মুখ্যমন্ত্রীর কথা তুলে বলেন,”ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার।”ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয় মন্ত্রীর হাতে।ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন,”এভাবে পরিবেশ বান্ধব ভাবে আমরা আমাদের পুজাকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
আরও পড়ুনঃ বাগদেবীর সামনে শিক্ষক-শিক্ষিকার চটুল গানের তালে নাচ
বস্ত্র বিতরণী ও শিক্ষা সামগ্রী বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584