নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গুলমোহর সভাগৃহে আজ ৪ঠা জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলা শ্রমিক মেলা শুরু হল।
আজ এই শ্রমিক মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, মন্ত্রী বাচ্চু হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক জিতেন যাদব, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্যরা।
আজ শ্রমিক মেলায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে।
এই শ্রমিক মেলা চলবে আজ ৪ঠা জানুয়ারি ও আগামীকাল ৫ই জানুয়ারি। আজ এই শ্রমিক মেলায় বিভিন্ন শ্রমিকদের হাতে তাদের বিভিন্ন প্রাপ্য প্রদেয় চেক তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ পুজো দেবেন অভিষেক, নিরাপত্তা বেষ্টনীতে তোর্ষা কালী মন্দির
এই বছরের এই শ্রমিক মেলা সম্পূর্ণ কোভিড সচেতনতা মেনে অনুষ্ঠিত হচ্ছে, তাই অন্যান্য বছর শ্রমিকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেলেও এই বছর কোভিড সচেতনতার জন্য শ্রমিকদের উপস্থিতি ছিল অন্যান্যবারের তুলনায় অনেকটাই কম।
এই শ্রমিক মেলা উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584