নেট দুনিয়ায় কটাক্ষের শিকার মনামী

0
567

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘হইচই’-তে আসছে মৌ বৌদি। সঙ্গে নিয়ে মৌচাক। আর তা নিয়ে নেট দুনিয়া সরগরম। ঠিক যেমন ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের দৌলতে ‘উমা বৌদি’, ‘ঝুমা বৌদি’ ও ‘ফুলওয়া বৌদি’ ঠাকুরপোদের ঘুম উড়িয়ে দিয়েছিল তেমনি ঘুম ওড়াবে মৌ বৌদিও। এমনই আশা নেটনাগরিকের।

actress monami ghosh | newsfront.co
মনামী ঘোষ

‘মৌচাক’ সিরিজে মনামী ঘোষকে দেখা যাবে মৌ ‘বৌদি’ অবতারে। এই সিরিজের প্রচারের জন্য মনামী একটি ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবির সঙ্গে লিখেছেন- “এই তালার চাবি কার কার কাছে?” এর পর থেকেই তাঁর ফেসবুক পোস্টে ধেয়ে আসতে শুরু করেছে নানান কুমন্তব্য।

monami ghosh | newsfront.co
‘মৌচাক’-এ মৌ বৌদির লুকে মনামী ঘোষ

আরও পড়ুনঃ মা-ছেলের দিনযাপন

একজন তো লিখেই বসেছেন, চাবি তো আমার কাছে আছে, তুমি এসে পড়ো তালা খুলে দিই। আবার কেউ লিখেছেন, এ ভাবে সকলের সামনে আমাকে দিয়ে তালা খোলানোর ইশারা কেন করছেন, আমারও তো লজ্জা লাগে নাকি! প্রিয়জনদের ইশারা গোপনে চলে। অনেক নেট নাগরিকের দাবি, তারা চাবি ছাড়াই তালা খোলায় পারদর্শী। আবার কারও মতে, উঠতি বয়সের ছেলেমেয়েদের মাথায় যৌনতার বিষ ঢালার জন্য এই সমস্ত ওয়েব সিরিজগুলোই দায়ী। এহেন সব মন্তব্যে ভরে উঠেছে মনামীর কমেন্ট বক্স।

আরও পড়ুনঃ ইমনের যোগাসনরত ছবিতে অশ্লীল ইঙ্গিত, কলকাতা পুলিশকে ট্যাগ করলেন গায়িকা

মনামীকে অনেকে বুড়ি বলেও সম্বোধন করেছেন। অভিনেত্রীকে রোগা বলে অনেকে এক থালা ভাত খাওয়ার পরামর্শও দিয়েছেন। অনেকে আবার রবীন্দ্র সঙ্গীতে দু’চার কলিও লিখেছেন। এভাবেই মৌচাকে চলছে ঢিল মারার পর্ব। বিষয়টি নিয়ে এখনও চুপচাপ মনামী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here