অ্যামাজন প্রাইমে একগুচ্ছ বিনোদন

0
79

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশ স্তব্ধ। প্রায় গৃহবন্দি মানুষ বলা যেতে পারে। ঠিক তখনই অ্যামাজন প্রাইম নিয়ে এল একগুচ্ছ বিনোদনের সম্ভার। দর্শক এবার ঘরে বসেই অনলাইনে দেখতে পাবেন নিজেদের পছন্দের ওয়েব সিরিজ, সিনেমা, গান, টিভি শো সহ আরও নানা কিছু।

various shows available in amazon prime | newsfront.co
নিজস্ব চিত্র

২০ মার্চ থেকে প্রাইমের সদস্যরা দেখতে পাবেন আম্মা রাজ্যম লো কদাপ্প বিদ্দলু (তেলেগু), মালগুডি দিনগুলি (কান্নাদা) এবং আনভেশনাম (মালায়ালাম)।

various shows available in amazon prime | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রবিবার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ জি বাংলায়

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাইম-এর একচেটিয়া চলচ্চিত্র, টিভি শোয়ের সীমাহীন স্ট্রিমিং। এবার প্রতি মাসে অ্যামাজন প্রাইমে স্ট্যান্ড-আপ কমেডি, অ্যামাজন অরিজিনালস, অ্যামাজন প্রাইম মিউজিকের মাধ্যমে বিজ্ঞাপন মুক্ত সঙ্গীত শোনার জন্য, বিনামূল্যে দ্রুত ভারতের বৃহত্তম পণ্যাদির উপর বিতরণ, শীর্ষ ব্যবসায়গুলিতে প্রাথমিক অ্যাক্সেস, প্রাইমের সাথে সীমাহীন পাঠ পড়তে পারবেন মাত্র ১২৯টাকায়। প্রাইমের সদস্যরা তাদের কোনও ডিভাইসে বিঞ্জ-ওয়াচ করার জন্য, জেনারগুলিতে সর্বশেষ, উত্তেজনাপূর্ণ শিরোনাম সহ বিনোদন নিয়ে এসেছেন।

অ্যামাজন প্রাইমে এবার দেখা যাবে বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রি’। এরকম বিনোদনের ডালি নিয়ে যখন হাজির অ্যামাজন প্রাইম। তখন করোনা থেকে বাঁচতে নিশ্চিন্তে ঘরে বসে অ্যামাজন প্রাইমে বিনোদনমূলক অনুষ্ঠান দেখুন আর অবসরটাকে উপভোগ করুন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here