অবৈধ সম্পর্কের জেরে খুনের চেষ্টা

0
78

শ্যামল রায়,নদীয়াঃ

কর্মসূত্রে স্বামী থাকেন দুবাইয়ে।তাই স্ত্রী প্রতিবেশী যুবকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। চলতি মরসুমে দুবাই থেকে স্বামী বাড়িতে এসে জান।প্রেমিক যুবক উৎসবের মরসুমে প্রেমিকা গৃহবধূকে দেখা করার প্রস্তাব দেয় এবং ঘনিষ্ঠতা বজায় রাখার জন্য তার ওপর চাপ দিতে থাকেন। প্রেমিকা গৃহবধূ প্রেমিক ওই যুবককে জানিয়ে দেন এই মুহূর্তে তার পক্ষে আর বেরোনো সম্ভব হচ্ছে না।স্বামী বাড়িতে এসে গিয়েছে তাই স্বামী ফের দুবাই চলে গেলে বেরোনো সম্ভব হবে। একথা মানতে নারাজ প্রেমিক প্রতিবেশী যুবক। নিজেকে সামলাতে না পেরে হঠাৎ করে গৃহবধূর বাড়িতে এসে এলোপাতাড়ি অস্ত্র দিয়ে কুপানোর অভিযোগ ওঠে। মারাত্মকভাবে জখম হয়ে মহিলাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে শক্তি নগর হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।
খুনের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রীর স্বামী শ্যামল মজুমদার।অভিযুক্ত প্রতিবেশী যুবক স্বপন মন্ডল পলাতক।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।তবে প্রেমিকা গৃহবধূ তার পরিবারের লোকজনদের কে জানিয়েছেন যে সে আদৌ ওই যুবকের সাথে তার কোন সম্পর্ক গড়ে ওঠেনি ওই যুবক মাঝেমধ্যেই উত্ত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো তাই তিনি রাজি না হওয়ায় এই ধরনের আচরণ করেছে বলে অভিযোগ।
পুলিশ দ্রুত অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে।ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার দেবনাথ পুর গ্রামে।

আরও পড়ুনঃ নিষিদ্ধপল্লী থেকে যৌনকর্মী আটক করায় পুলিশ ফারি ঘেরাও

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here