জেলা জুড়ে সবুজায়নের শপথ, জেলা পুলিশ সুপারের সাধুবাদ

0
87

নিজস্ব সংবাদদাতা,বহরমপুরঃ

murshidabad green mission | newsfront.co
সভা।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা ওপেন ফোরাম নামে এক ফোরামের মধ্য দিয়ে মুর্শিদাবাদ জেলা সবুজায়ন করার শপথ নিল জেলার তরুণ ব্রিগেড।

tree plantation at murshidabad | newsfront.co
বৃক্ষরোপণ।নিজস্ব চিত্র

রবিবার অরণ্য সপ্তাহের প্রথম দিনে জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমারের উপস্থিতিতে সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপন পর্বের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় এই ফোরামের।

এমন কাজে জেলার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার বার্তাও দেন জেলার পুলিশ সুপার।তরুণদের প্রচেষ্টাকে সাধুবাদও জানান তিনি।

mukesh Kumar | newsfront.co
শ্রী মুকেশ,জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অরন্য সপ্তাহে বৃক্ষরোপণ

এই ফোরামের উদ্যোক্তা সৌভিক সিংহ জানান, জেলার বহরমপুর সহ রঘুনাথগঞ্জ,কান্দি,খড়গ্রাম সহ একাধিক জায়গায় চলবে গাছ লাগানো।এদিন পথ চলতি মানুষদেরও গাছের চারা বিলি করেন ফোরামের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here