নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আনলক পর্বে কান্দি মহকুমায় উল্টো চিত্র পরিযায়ী শ্রমিকদের। লকডাউনের শুরুতে দেখা মিলেছিল লক্ষ্য লক্ষ্য পরিযায়ী শ্রমিক হেঁটে বা কেউ কেউ কোন যানবাহনে নিজের ভিটেতে ফিরছিল। কিন্তু আনলক পর্বে মুর্শিদাবাদ জেলার কান্দিতে পরিযায়ী শ্রমিকদের কাজে ফেরার হিড়িক দেখা গেল।

আরও পড়ুনঃ প্রশ্নপত্র বিক্রির অভিযোগ উঠল এবিভিপির বিশ্বভারতীর ইউনিটের ছাত্রনেতার বিরুদ্ধে

মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা বীরভূম, বর্ধমান,মালদহ এবং নদীয়ার পরিযায়ী শ্রমিকরা কান্দি শহরে ভিড় জমিয়েছেন বাসের আশায়। তারা কান্দি শহরে নিজেদের খরচায় বিশেষ বাসে করে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে নিজেদের বেঁচে থাকার রসদ জোগানোর জন্য।
আরও পড়ুনঃ নিদান দিয়ে নিজেই আক্রান্ত বিজেপি সাংসদ

এমনই এক পরিযায়ী শ্রমিক জানালেন তারা ফিরে এসেছিলেন লকডাউনের প্রথম পর্বে। কিন্তু এখন আনলক, এখানে কোন কর্মসংস্থান না থাকায় তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে যেতে হচ্ছে ভিন রাজ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584