লকডাউনের ফলে মুর্শিদাবাদের মৃৎশিল্পীদের করুন অবস্থা, সাহায্যের আবেদন

0
100

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

Idol making
মূর্তি বানাতে ব্যস্ত। নিজস্ব চিত্র

অতিমারি, লকডাউনের ফলে জলঙ্গী ব্লকের মৃৎ শিল্পীদের করুন অবস্থা বলে জানাচ্ছেন তারা নিজেরাই। তাদের দাবি, কোনোরকমে সংসার চলে যায়, দিন গুজরান হয়। বংশ পরম্পরায় এই ঠাকুর বানানোর কাজ করে আসছে তারা অন্য কোনো কাজ নেই বলেই চলে, এমনটাই জানিয়েছেন জলঙ্গি ব্লকের মৃৎ শিল্পীরা।

Idol makers
ঠাকুর বানাচ্ছেন শিল্পীরা। নিজস্ব চিত্র

গত দুই বছর ধরে করোনা মহামারীর কারণে লকডাউন শুরু হয়েছে, সাধারণ মানুষের হাতে অর্থ নেই। ঠাকুরের অর্ডার দিয়েও অনেকে নিয়ে যাচ্ছেন না। ধার বাকি করে সংসার চালানো হচ্ছে কোনো রকমে। আর গত বছরের থেকেও এবার আরো অবস্থা খারাপ, এখন পর্যন্ত কোনো বায়না পাওয়া যায়নি ঠাকুর বানানোর ।

woman artist
মৃৎ শিল্পী। নিজস্ব চিত্র
Jalangi mrit shilpi
মৃৎ শিল্পী। নিজস্ব চিত্র

এক মৃৎশিল্পী জানান যে, গত বছরের তৈরি করা ঠাকুর এখনও পর্যন্ত বাড়িতে রয়ে গেছে। আর এবার এখন পর্যন্ত কোনো বায়না আসেনি, এখন শুধু দুর্গা পূজার অপেক্ষায় বসে আছি যদি কোনো বায়না পাওয়া যায়।

আরও পড়ুনঃ সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে গোলাম রাব্বানীর সঙ্গে উপাচার্যের বৈঠক

Saraswati thakur
নিজস্ব চিত্র

তাই সকল মৃৎশিল্পীর সরকারের কাছে আবেদন যে, তাদের জন্য যদি কোনো সাহায্যের ব্যবস্থা করা হয় তাহলে অনেকটাই উপকৃত হবে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here