পৃথিবীর মন ভালো নেই

0
92

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আচ্ছা একটু ভেবে বলুন তো পৃথিবীর মন কি সত্যিই ভালো আছে?সারাদিন একটা আতঙ্কের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত এই বিশ্ব। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে পৃথিবী? কবে সব ঠিক হবে? কারোর কাছেই এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। করোনা সংক্রমণ রুখতে অধিকাংশ দেশে চলছে লকডাউন।

New Song | newsfront.co

লকডাউন,বাঙালির অভিধানে নতুন যুক্ত হওয়া এই শব্দটির কারণে সবাই এখন গৃহবন্দী। সর্বক্ষণ বাড়িতে থাকতে স্বাভাবিকভাবেই ভালোলাগছে না কারোর। একটা চাপা মন খারাপ নিয়ে একঘেয়েমিতে মোড়া জীবন কাটাচ্ছেন সকলে। ঠিক সেই কারণে লকডাউন পিরিয়ডে মানুষকে একটু স্বস্তি দিতে, একটুকরো আনন্দ দিতে দুই তরুণ শিল্পীর যৌথ প্রচেষ্টায় তৈরী হলো একটি গান। ‘পৃথিবীর মন ভালো নেই’। এই গানে একদিক থেকে যেমন উঠে এসেছে বর্তমান বাস্তব পরিস্থিতির করুণ চিত্র। অন্যদিকে রয়েছে জীবনে প্রতি গভীর বিশ্বাসের কথা।

Artists | newsfront.co

এই মিউজিক ভিডিওটিতে বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তী-র ভাবনা ও কথার সঙ্গে অনবদ্য সুরের মেলবন্ধন ঘটিয়েছেন সংগীতশিল্পী চিরন্তন ব্যানার্জি। ইতিমধ্যে বেশ কয়েকটি বাংলা সিনেমাতে সংগীত পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন চিরন্তন।অন্যদিকে, দীর্ঘদিন আবৃত্তিশিল্প নিয়ে দেশে বিদেশে নতুন ভাবনার কাজ করে চলেছেন শুভদীপ। এই দুই কৃতি শিল্পী শুভদীপ-চিরন্তন জুটির প্রথম কাজে গান গেয়েছেন সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী, শোভন, অরিত্র, মধুরা, তথাগত, সিসপিয়া সাথে চিরন্তন স্বয়ং।

আরও পড়ুনঃ লকডাউনের জেরে বন্ধ শো, অনলাইনে লাইভ কনসার্ট

গানটির সংগীতায়োজন করেন দেবর্ষি মুখার্জি এবং শব্দগ্রহণ করেন দেবজিৎ সেনগুপ্ত । এই প্রতিকূল পরিস্থিতিতে শুভদীপ-চিরন্তন এর এই কাজ নিঃসন্দেহে অভিনব কারণ এই গান যেমন সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেবে আত্মবিশ্বাসের বার্তা। তেমনই তাঁরা গানে গানে দুই প্রজন্মের শিল্পীদের একসাথে বেঁধে রেখে এক প্রীতিপূর্ণ সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করেছেন এই মিউজিক ভিডিওটির মাধ্যমে।

পৃথিবী আবার সুস্থ হবে। আবার স্বাভাবিক ছন্দে ফিরবে মানুষ। এক নতুন পৃথিবী আমরা তৈরী করতে পারবো। এই বিশ্বাস মানুষের মধ্যে জাগিয়ে তুলবে এই গান। ১৫ মে, শুক্রবার ইনরেকো-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মন ভালো করার ‘পৃথিবী ভালো নেই’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here