নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘হোল নাইন ইয়ার্ডস’ এবং ‘আলিয়ঁস ফ্রাঁসে দু বেঙ্গলে’র- প্রয়াসে আসতে চলেছে বাংলার প্রথম ডিজিটাল মিউজ়িকাল ড্রামা। বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ডাকঘর- ‘দ্য পোস্ট অফিস’। পরিচালনায় অভ্রজিৎ সেন।
এই নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শান্তিলাল মুখার্জি এবং তাঁর পুত্র ঋতব্রতকে। এর আগেও বাংলা ছবি এবং থিয়েটারে রিয়েল লাইফ পিতা-পুত্রকে দেখেছেন দর্শক। থিয়েটারেও তাঁরা নিয়মিত অভিনয় করেন।
‘ডাকঘর- দ্য পোস্ট অফিস’-এ শান্তিলালকে দেখা যাবে ঠাকুরদার চরিত্রে। ঋতব্রত অভিনয় করবেন অমলের চরিত্রে। এ ছাড়াও অভিনয় করবেন উন্মেশ গাঙ্গুলি, সুপ্রতিম সিনহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তনিকা বসু, সুহোত্রা মুখোপাধ্যায় এবং সৌম্যদীপ চক্রবর্তী ।
আরও পড়ুনঃ সুশান্ত প্রসঙ্গে টলিউডের বেগম-বাদশার প্রতি ক্ষোভপ্রকাশ শ্রীলেখার
নাটকের সংগীতের বিষয়টিকেও খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দিব্যকমল মিত্র, মেঘাতিথি ব্যানার্জি এবং রোহন চক্রবর্তী সংগীত করেছেন ।
অনলাইনে এই নাটক দেখতে প্রয়োজন টিকিটের। ২৮ জুন, রবিবার, সারা পৃথিবী থেকে বিভিন্ন টাইম জ়োনে এই নাটক দেখা যাবে ‘অফবিট’ সাংস্কৃতিক সংস্থার জ়ুম অ্যাকাউন্টে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টা ও রাত ৮ টায় দেখা যাবে এই নাটক ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584