নিজস্ব প্রতিবেদক,দক্ষিন দিনাজপুরঃ
এগিয়ে চলেছে বাংলা সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার। সত্যি এই স্লোগানটি বাস্তবে সার্থকরূপ নিয়েছে। নতুনরূপে সাজতে চলেছে গঙ্গারামপুর স্টেডিয়াম। যার পরিকাঠামোগত উন্নয়নে বারাদ্দ ২ কোটি ৬৫ লক্ষ টাকা। জেলার বৃহত্তম স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গঙ্গারামপুর স্টেডিয়াম নতুন রূপে সাজবে। যার ইঙ্গিত কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন গঙ্গারামপুরের জনসভা থেকে। গত বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়াম সম্প্রসারণ কর্মসূচির শিল্যানাস করলেন প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য বিপ্লব মিত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কৃত্তিবাস নায়েক মহকুমাশাসক দেবাঞ্জন রায় গঙ্গারামপুর পুরসভার পৌর পুরপিতা প্রশান্ত মিত্র বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব মিত্র সহ পুরভার কাউন্সিলরগণ সহ মহকুমা ক্রীড়া সম্পাদক বিভূতিভূষণ চক্রবর্তী। এবিষয়ে মহকুমা ক্রীড়া সম্পাদক বিভূতিভূষণ চক্রবর্তী বলেন, এটা খুব আনন্দের বিষয় এবং শুধু মহকুমা নয় জেলার সমস্ত ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের জন্য একটি নতুন সংযোজন মুখ্যমন্ত্রীর এই অভিনব উদ্যোগ কে সাড়া জেলার মানুষ সাধুবাদ জানিয়েছেন। এলাকার মানুষ খুব খুশী ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584