নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আরও বেশ কয়েকটি বিধিনিষেধ জারি করল নবান্ন। সোমবার বন দফতরের থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে রাজ্যের অধীনে থাকা বনাঞ্চল, চিড়িয়াখানা, ইকো ট্যুরিজম বন্ধ করা হচ্ছে।
ইকো ট্যুরিজমের ক্ষেত্রে জানানো হয়েছে, আগে থেকে বুকিং করা থাকলে সেই অর্থ ফেরত দেওয়া হবে।এর আগে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, বন্ধ থাকবে শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার , সিনেমা হল, বার রেস্তোরাঁ, জিম, সুইমিং পুল। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় যাবতীয় জমায়েত নিষিদ্ধ।
আরও পড়ুনঃ রাজ্যের সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি
বাজার-হাট খোলা থাকবে সকালে ৭ টা থেকে ১০ টা, বিকেলে ৩টে থেকে ৫টা। বিয়েবাড়ি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশ অমান্য করলে, মহামারী আইন ২০০৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584