যুদ্ধকালীন তৎপরতায় পূর্ব বর্ধমানে বার্ধক্যভাতায় নতুন নামের তালিকা প্রস্ততের সূচনা

0
107

শ্যামল রায়,পূর্ব বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলায় নতুন করে বার্ধক্য ভাতার তালিকা তৈরির কাজ শুরু হলো।জেলা গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিক সুশান্ত কুমার ভক্ত জানিয়ে দিয়েছেন যে যুদ্ধকালীন তৎপরতায় আবেদনপত্রগুলো বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে।তিনি আশা প্রকাশ করেছেন যে পুজোর আগেই বৈঠক করে সরোজমিনে তদন্তের কাজ শুরু করে দিতে পারবেন।জানা গিয়েছে যে ২০১৩ সালে জাতীয় বার্ধক্য ভাতা প্রাপকদের নিয়ে শুমারি করেছিল রাজ্য সরকার।এই পাঁচ বছরে প্রাপক কমলেও নতুন করে তালিকায় কারো নাম ওঠেনি।
দিন দশেক আগে রাজ্য পঞ্চায়েত দফতরের প্রধান সচিব রঞ্জন বর্ধন পূর্ব বর্ধমান জেলা আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন একটি নতুন তালিকা তৈরির।কোন জেলায় কত জন বয়স্ক মানুষের নাম তালিকায় থাকবে তাও স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।জেলা প্রশাসন সূত্রে এব্যাপারে আরো জানা গিয়েছে যে ২০১১ সালে সামাজিক নিরীক্ষণ এরপর অনেক প্রাপকের নাম বার্ধক্য ভাতার তালিকা থেকে বাদ গিয়েছে। সাবেক বর্ধমান জেলা থেকে ১২ হাজার প্রাপকের নাম বাদ গিয়েছিল।২০১৩ সালে ওইসব প্রাপকদের বাংলা বিশেষ ভাতা প্রকল্পের আওতায় আনা হয়। কিন্তু তারপর থেকে টানা পাঁচ বছরে অনেক ভাতা প্রাপক মারা গেলেও নতুন করে আর কোনো ভাতা প্রাপকের নাম তালিকাভুক্ত হয়নি।এই প্রকল্পে ৬০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত বয়স্করা মাসে ৪০০টাকা করে পান। এছাড়াও ৭৯ বছরের বেশি যাদের বয়স তারা হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন।কিন্তু পঞ্চায়েত সচিবের নির্দেশ শুধুমাত্র ৭৯ বছর বয়স পর্যন্ত নাম তোলা হবে এবার।
রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এককর্তা জানিয়েছেন যে গত পাঁচ বছর ধরে যাদের নাম বার্ধক্য ভাতা থেকে বাদ দিয়েছে ঠিক ততো জনের নামে নতুন তালিকা তোলার নির্দেশ দেওয়া হয়েছে।যারা নাম দিতে পারেনি সেই জেলায় একজনের নাম ঢুকবে না।প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য দফতরের তরফ থেকে।এবছর পূর্ব বর্ধমান জেলায় ৮,৭৪১ জন প্রাপকের নাম বাদ দিয়েছে।নির্দেশে আরো জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলা থেকে ৩১,৪৩৩ জনের নাম তোলা হবে রাজ্যের মধ্যে এটাই সর্বোচ্চ।প্রাপকদের নাম সরেজমিনে তদন্তের পর গ্রাম পঞ্চায়েত দফতরে টাঙিয়ে দেওয়া হবে কোনো অভিযোগ উঠলে তা সঠিকভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এভাবে তদন্ত করা হলে তালিকায় দুর্নীতি বন্ধ করা যাবে বলে পঞ্চায়েত জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: পূজোর আগেই নবনির্মিত পঞ্চম মহানন্দা সেতু খুলে দেওয়া হচ্ছে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here