আব্দুল করিম চৌধুরিকে দলে নতুন দায়িত্ব দিলেন মমতা

0
191

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল করিম চৌধুরিকে নতুন দায়িত্ব দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুল করিম চৌধুরি।

Abdul Karim Chowdhury | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বার্তা দেন। এই খবরে খুশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দারা এবং বিধায়কের অনুগামীরা। এ বিষয়ে যদিও আব্দুল করিম চৌধুরি কোন মন্তব্য করতে চাননি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যে, রাহুলের নামে এফআইআর দায়ের কোচবিহারে

তবে তার ছেলে তথা যুব নেতা ইমদাদ চৌধুরি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহ-সভাপতি হিসেবে বেশ কয়েকজনের মধ্যে আব্দুল করিম চৌধুরির নাম ঘোষণা করেছেন। এতে খুশি করিমবাবুর পরিবার। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এ প্রসঙ্গে জানান, “এটি একটি ভালো খবর। দল যাকে মনোনীত করবে সে বিষয়ই মেনে নিতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here