নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূল নেতা কুরবান শাহ-র খুনের ঘটনায় নয়া মোড়। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহের খুনিরা আস্তানা গেড়েছিল পাঁশকুড়া থানার মাইসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য ও বর্তমান পঞ্চায়েত সদস্যের স্বামী শীতল মান্নার গোডাউনে, সেই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই পূর্ণনির্মাণের জন্য অভিযুক্তদের শুক্রবার অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।
যদিও কুরবান শাহের মৃত্যুর পর বিজেপি নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু তার আগের দিন এক ভিডিও বার্তার মাধ্যমে বিজেপি নেতা আনিসুর রহমান এই খুনের পিছনে তৃণমূলে যোগ রয়েছে এমনই অভিযোগ করেছিলেন, এই ঘটনা আরেকবার স্পষ্টভাবে মনে করিয়ে দিলো যে ঘটনার পিছনে তৃণমূলে যোগ রয়েছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ধৃত সুপারি কিলার রাজা, তৃণমূল কর্মী দীপক চক্রবর্তীকে শুক্রবার পাঁশকুড়া থানার মাইসোর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পুননির্মাণের করে পুলিশ। আর তাতেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
আরও পড়ুনঃ অভিযুক্তদের ফাঁসির দাবি মৃত কুরবানের স্ত্রীর
খুনের আগে খুনিরা আশ্রয় নিয়েছিল মাইসুরা এক তৃণমূল নেতার গোডাউনে, শুক্রবার অভিযুক্তদের মাইজোড়া গ্রাম পঞ্চায়েতের কার্যালয় নিয়ে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে কুরবান শাহর দিদি খুশিয়ানা খাতুন বলেন আজকে এলাকায় আনা হয়েছিল কিভাবে খুন করা হয়েছিল আমার ভাইকে তা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তদন্ত করছিল পুলিশ।
অন্যদিকে এই খুনের ঘটনার পর পারিবারিক শারীরিক সমস্যা এসে গিয়েছে অসুস্থ হয়ে পড়েছে বাড়ির লোকজন, তিনি আরো বলেন অভিযুক্তদের আমাদের হাতে তুলে দেয়া হোক আমরা উপযুক্ত শাস্তি দেবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584