নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের জেরে দীর্ঘ ৮৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফের খুলে দেওয়া হল দক্ষিণ দিনাজপুর জেলার মিউজিয়াম। যদিও খোলার চারদিন পার হয়ে গেলেও দর্শক সংখ্যা নেই বললেই চলে। করোনা অতিমারীর জেরে এমনিতেই স্কুল কলেজ বন্ধ।
এছাড়াও মানুষ খুব জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা রাখছে না। তার উপর দিনের বেলায় অতি চড়া রোদ, তাই পুরাতত্ব দর্শনকারী থেকে জ্ঞানার্জনকারি কাউকেই মিউজিয়ামের ধারে কাছে ঘেঁষতে দেখা যাচ্ছেনা।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে সাংসদ রাজু বিস্তা
অথচ করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার থেকে বাঁচতে মিউজিয়ামকে পুরোপুরি স্যানিটাইজেশনের পর দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে মিউজিয়াম কর্তৃপক্ষের আশা, সবে তো খুলল এরপর ধীরে ধীরে পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই ফের আগের মত দর্শনকারী থেকে জ্ঞানার্জনকারি পিপাসুরা মিউজিয়ামে ভিড় জমাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584